Advertisement
Advertisement
IND vs ENG

‘কটা সেঞ্চুরি রয়েছে তোমার?’, বেয়ারস্টোকে চরম কটাক্ষ শুভমানের! দেখুন ভাইরাল ভিডিও

ছেড়ে দেওয়ার পাত্র নন। বুঝিয়ে দিলেন শুভমান গিল।

IND vs ENG: Shubman Gill and Jonny Bairstow engage in heated on field banter, video gone viral

শুভমান ও বেয়ারস্টোর মধ্য ঝামেলার সেই মুহূর্ত।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 9, 2024 2:36 pm
  • Updated:March 9, 2024 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজের যুদ্ধে ভারত-ইংল্যান্ডের (IND vs ENG) লড়াই চলবে, আর দুই দলের ক্রিকেটারদের বাকযুদ্ধ দেখা যাবে না, এটা আবার হয় নাকি! ধরমশালা টেস্টের তৃতীয় দিন তেমনই বিতর্কিত ঘটনা সামনে এল। শুভমান গিল (Shubman Gill) ও জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) মধ্যে ডুয়েলের মধ্যে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

কিন্তু কী ঘটেছিল?

Advertisement

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের তখন ১৮তম ওভার চলছে। ৯০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। স্ট্রাইকে ছিলেন বেয়ারস্টো। ঠিক সেই মুহূর্তে ইংরেজ ব্যাটার হঠাৎ শুভমানকে বলেন, “তুমি জিমিকে কি বলেছিলে? ক্লান্ত হয়ে যাওয়ার জন্য ও তোমায় আউট করল?” কথাটা শুনেই শুভমান পালটা বলেন, “তাতে কী হয়েছে? আমি অন্তত সেঞ্চুরি তো করেছি। তুমি এখানে এসে কতগুলো সেঞ্চুরি করতে পেরেছো?”

[আরও পড়ুন: অশ্বিনের ম্যাজিকে ইনিংসে হারল ইংল্যান্ড, ৪-১ ব্যবধানে সিরিজ জিতল টিম ইন্ডিয়া]

 

সেটা শুনে বেয়ারস্টো আবার প্রশ্ন করেন, “তুমি ইংল্যান্ডে গিয়ে কটা সেঞ্চুরি করতে পেরেছিলে?’ এর পর সেই আলোচনায় ঢুকে পড়েন সরফরাজ খান (Sarfaraz Khan)। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে ছিলেন মিডল অর্ডার ব্যাটার। তাঁকে বলতে শোনা যায়, “একটু রান কি বানিয়ে নিয়েছে যে বেশি নাচতে শুরু করেছে।”

মুহূর্তের মধ্যে সেই মুহূর্ত সোশাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। সকলেই করতে শুরু করেন কমেন্ট। অধিকাংশ ক্রিকেটপ্রেমীই সরফরাজ খানের সুরে সুর মেলায় এবং দাবি করে যে সামান্য রান পেয়েই নিজেকে বেশি মনে করতে শুরু করেছেন বেয়ারস্টো। কারণ এর আগেও বেয়ারস্টোর সঙ্গে ভারতের একাধিক ক্রিকেটারের সঙ্গে ঝামেলা লেগেছিল।

[আরও পড়ুন: সিরিজ জয়ের আনন্দের মধ্যেও রোহিতকে নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট! কিন্তু কেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement