জমে উঠেছিল শ্রেয়স ও স্টোকসের লড়াই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ক্যাচ ধরে আঙুল দেখিয়েছিলেন বেন স্টোকস (Ben Stokes)। আর এবার ইংল্যান্ডের (England) অধিনায়ক স্টোকসকে দুর্দান্ত রানআউট করে পালটা আঙুল দেখালেন টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটার। সেই ভিডিও সোশাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল।
ভাইজ্যাগে মিড অফ থেকে প্রায় ২৫ গজ পেছনে দৌড়ে দারুণভাবে শ্রেয়সের ক্যাচ নিয়েছিলেন স্টোকস। তারপর আঙুল তুলে সেলিব্রেশন করেছিলেন। ইংল্যান্ডের অধিনায়কের সেই সেলিব্রেশন দেখে বেজায় চটেছিলেন শ্রেয়স। এবার মোক্ষম সময় তাঁকে রানআউট করে ঠিক সেভাবেই সেলিব্রেশন করলেন শ্রেয়স।
Shreyas goes with a stunning direct hit to get rid of the dangerous Stokes #BazBowled #IDFCFirstBankTestsSeries #JioCinemaSports#INDvENG pic.twitter.com/SNrchCWtsF
— JioCinema (@JioCinema) February 5, 2024
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৫৩তম ওভারের চতুর্থ বলে স্টোকসকে আউট করেন শ্রেয়স। রবিচন্দ্রন অশ্বিনের বলটা বেন ফোকসের ব্যাটের কাণায় লেগে লেগসাইডের দিকে চলে যায়। দ্রুত এক রান নিতে চান ফোকসরা। তারইমধ্যে বলটা ধরতে শর্ট মিড উইকেট থেকে দৌড়ে আসতে থাকেন শ্রেয়স। তাঁকে দেখে স্টোকস সম্ভবত ভেবেছিলেন যে অনায়াসে ক্রিজে পৌঁছে যাবেন। সেজন্য কিছুটা হালকা চালে দৌড়াতে থাকেন। কিন্তু কিছুটা পরেই বুঝতে পারেন যে ভয়ংকর ভুল করে ফেলেছেন। এর পরেই স্টোকসকে রানআউট করে আঙুল তুলে সেলিব্রেশন শুরু করে দেন শ্রেয়স।
WHAT A CATCH BY BEN STOKES #INDvENG #INDvsENGTestpic.twitter.com/yx0XrDgJxD
— CR17 (@_CR0717) February 4, 2024
এর আগে ভারতের দ্বিতীয় ইনিংসে দুরন্ত মেজাজে শ্রেয়সের ক্যাচ ধরেছিলেন স্টোকস। টম হার্টলির বলে বড় শট মারতে গিয়েছিলেন শ্রেয়স। মিড অনের উপর দিয়ে বড় শট মারার লক্ষ্য ছিল। কিন্তু মিসটাইমিং হয়ে যায়। প্রায় ২৫ গজ দৌড়ে গিয়ে দুর্ধর্ষ ক্যাচ ধরেছিলেন স্টোকস। শ্রেয়স আউট হওয়ার তাঁর দিকে আঙুল তুলে সেলিব্রেশন করেছিলেন স্টোকস।
স্টোকস রান আউট হওয়ার আগেই ইংল্যান্ডের হেরে যাওয়ার আশঙ্কা ছিল। তবে সেই রান আউট হওয়ার পর সাহেবদের হার নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে (IND vs ENG) ১০৬ রানে জিতে গেল ভারত। সেইসঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরালেন রোহিত শর্মা ও তাঁর সতীর্থরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.