Advertisement
Advertisement

Breaking News

IND vs ENG

জাদেজার ভুলেই রানআউট! তবুও সিনিয়রের কাছে কৃতজ্ঞ ‘ডিনামাইট’ সরফরাজ

সরফরাজের কাছে ক্ষমা চাইলেন জাদেজা।

IND vs ENG: Sarfaraz Khan thanks Ravindra Jadeja for guidance on Test debut despite late run out। Sangbad Pratidin

জাদজা ও সরফরাজের জুটির একটি মুহূর্ত। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 15, 2024 8:32 pm
  • Updated:February 16, 2024 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিকঠাক ভাবেই এগোচ্ছিল। অভিষেক ম্যাচে বাইশ গজে বিস্ফোরণ ঘটাচ্ছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ঠিক যেমনভাবে ফেটে ওঠে ডিনামাইট! উইকেটে চারিদিকে তাঁর ব্যাটিং তাণ্ডব দেখে মনে হচ্ছিল, যেন ইংল্যান্ড (England) নয় তাঁর প্রতিপক্ষ রনজি ট্রফির (Ranji Trophy) কোন দুর্বল বোলিং প্রতিপক্ষ! তবে তাল কাটল রাজকোট টেস্টের প্রথম দিনের খেলার প্রায় শেষ মুহূর্তে। রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ভুলে রানআউট হয়ে ফিরতে বাধ্য হলেন মারকুটে মুম্বইকর। ৬৬ বলে ৬২ রানে থামল সরফরাজের ব্যাটিং ঝড়। ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ১টি ছক্কা দিয়ে।

তবে জাদেজার ভুলে রানআউট হলেও তাঁর প্রতি কোনও ক্ষোভ নেই। বরং সিনিয়রের প্রতি কৃতজ্ঞতা জানালেন ডানহাতি ব্যাটার। সাংবাদিক বৈঠকে এসে বললেন, “ভুল বোঝাবুঝি খেলার অঙ্গ। এমনটা হয়েই থাকে। আমার কলেও জাড্ডু ভাই রান আউট হতেই পারত।” অবশ্য জাদেজাও দিনের শেষে ২৬ বছরের তরুণের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। দিনের শেষে তারকা অলরাউন্ডার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ওর জন্য খুব খারাপ লাগছে। আমার ভুল কলের জন্যই ও আউট হল। তবে দারুণ ব্যাট করেছে।’

Advertisement

আরও পড়ুন: Exclusive: দুই ‘বিশ্বাস’-কে ফেরালেন মোহনবাগানের দীপেন্দু, ডিফেন্ডার দীপুর খেলায় মুগ্ধ শেষ বাঙালি স্ট্রাইকার

Ravindra Jadeja Instagram
রবীন্দ্র জাদেজার সেই ইনস্টাগ্রাম স্টোরি।

রোহিত শর্মা (Rohit Sharma) ব্যক্তিগত ১৩১ রানে ফিরে যাওয়ার পর, পঞ্চম উইকেটে জাদেজার সঙ্গে ৭৭ রান যোগ করেন সরফরাজ। কিন্তু সেই জুটি আর বেশিদূর এগোতে পারেনি। কারণটা গোটা দুনিয়া জানে। যদিও সরফরাজ ফের যোগ করেন, “জাড্ডু ভাই আমাকে পুরো ইনিংস জুড়ে আগলে রেখেছে। ক্রিজে আসার পরেই জাড্ডু ভাই বলেছিল, ‘ক্রিজে টিকে থাক। রান এমনিতেই আসবে।’ ওর কথাগুলো কতটা কাজে দিয়েছে সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন।”

জেমস অ্যান্ডারসন, টম হার্টলি, মার্ক উডদের বিরুদ্ধে সরফরাজের ব্যাটিং দেখে মনে হচ্ছিল অভিষেক টেস্টে তাঁর শতরান করা সময়ের অপেক্ষা। কিন্তু প্রথম ইনিংসের ৮১.৫ ওভারে সিনিয়র সতীর্থের একটা ছোট্ট ভুলের জন্য ফিরেছিলেন সরফরাজ। সেই সময় তাঁর চোখেমুখে ছিল হতাশার ছাপ স্পষ্ট। রোহিতের এমন রাগত প্রতিক্রিয়ার ছবি ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। ভক্তরা অনেকেই সরফরাজের আউটের জন্য জাদেজাকে কাঠগড়ায় দাঁড় করান। তবুও সিনিয়র সতীর্থের প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই। এদিকে জাদেজাও দলের জুনিয়রের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

[আরও পড়ুন: Exclusive: হাঁটুর চোটে জর্জরিত সন্দেশ, আফগানিস্তানের বিরুদ্ধে সেন্ট্রাল ব্যাক কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement