Advertisement
Advertisement
IND vs ENG

কাকে দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন এক সময়ের জাতীয় দলে ব্রাত্য থাকা সরফরাজ?

বিশাখাপত্তনমের জন্য তৈরি হচ্ছেন সরফরাজ। অভিষেক ঘটবে?

IND vs ENG: Sarfaraz Khan on learning from brother Musheer to gain confidence। Sangbad Pratidin

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১৬১ রান করার পর ব্যাট দেখাচ্ছেন সরফরাজ খান। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 30, 2024 9:18 am
  • Updated:January 30, 2024 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিন মরশুম ধরে বিস্ফোরক ব্যাটিং করে চলেছেন। তবুও জাতীয় দলে ব্রাত্য ছিলেন তিনি। বাইশ গজের যুদ্ধে মারকুটে মেজাজে একাধিক ইনিংস খেললেও, জাতীয় নির্বাচকদের মন কিছুতেই গলছিল না। তবে কেএল রাহুল (KL Rahul) চোট পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতেই সরফরাজ খানের (Sarfaraz Khan) কাছে টিম ইন্ডিয়ার (Team India) দরজা খুলে গেল। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টেস্ট দলে সুযোগ পাওয়া সরফরাজ ও তাঁর পরিবারের কাছে এটা অন্যতম বড় মুহূর্ত। গত তিন-চার মরশুম অনেক কঠিন সময় দেখেছেন। সেই সময় কাকে দেখে উদ্বুদ্ধ হতেন সরফরাজ?

সরফরাজ বলছেন, “আমার ভাই মুশির খান এই মুহূর্তে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অন্যতম সদস্য। ও আমার থেকেও ভালো ব্যাট করে। নিজের ভাই বলে কিন্তু এমন কথা বলছি না। ওর টেকনিক আমার থেকেও ভালো। আর তাই ওর অনুশীলন করার পদ্ধতি দেখে কঠিন সময় লড়াই করার রসদ পেয়েছিলাম। আমার ব্যাটে রান না এলে ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি।”

Advertisement

[আরও পড়ুন: জাতীয় দলে সরফরাজ, উৎসবের আয়োজন করতে বললেন সূর্য]

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় চলছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। সেই কাপ যুদ্ধে দারুণ ফর্মে রয়েছেন সরফরাজের ভাই মুশির। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সঙ্গে গত ১০ ম্যাচে মুশিরের ব্যাট থেকে এসেছে ৩৮৮ রান। গড় ৬৪.৬৭। স্ট্রাইক রেট ৯০.৬৫। এহেন মুশিরের পারফরম্যান্স নিয়ে সরফরাজ ফের বলেছেন, “আমি নেটে ৩০০টি বল অনুশীলন করলে, মুশিরও নেটে সম পরিমাণ বল নেটে খেলার পর আবার বোলিং শুরু করে দেয়। এই ব্যাপারগুলো আমাকে আরও উদ্বুদ্ধ করেছে। বাড়িয়েছে আত্মবিশ্বাস।”

এদিকে ছেলে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন সরফরাজের বাবা। সঙ্গে জুড়ে দিয়েছেন‘চক্‌ দে ইন্ডিয়া’ সিনেমার একটি জনপ্রিয় গান। তাঁর সেই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। বিসিসিআই শেষ পর্যন্ত তাঁর বড় ছেলের উপর ভরসা রাখায় ধন্যবাদ জানিয়েছেন তিনি।

২০২২-২৩ মরশুমে সরফরাজ ৬টি ম্যাচে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেছিলেন। গত মরশুমে তাঁর ব্যাট থেকে এসেছিল ১২২.৭৫ গড়ে ৯৮২ রান। ২০২০ মরশুমেও তিনি ৬টি ম্যাচে করেছিলেন ৯২৮ রান। এর মধ্যে ছিল একটি ত্রিশতরান। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর গড় ৬৯.৮৫। এবার ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিনটি প্রস্তুতি ম্যাচেও রান করেছিলেন সরফরাজ। প্রথম ম্যাচে ৯৬ রান করার পর, দ্বিতীয় ম্যাচের দুই ইনিংসে তাঁর রান ছিল ৪ ও ৫৫। এবং গত ম্যাচে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন। আর তাই তাঁকে আর আটকে রাখা গেল না। এতদিন যা করেছেন মুম্বইয়ের হয়ে, দেশের হয়ে করতে চান তাই। শুধু অপেক্ষা টেস্ট অভিষেকের। বিশাখাপত্তনমের জন্য তৈরি হচ্ছেন সরফরাজ।

[আরও পড়ুন: ‘কোহলি আমার গায়ে থুতু ছিটিয়েছিল’, প্রোটিয়া তারকার ‘বিরাট’ অভিযোগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement