সরফরাজের কাজ মেনে নিতে পারছেন না রোহিত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক চললে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে রাঁচি টেস্ট জিতে সিরিজে নাম লেখানো শুধু সময়ের অপেক্ষা। তবে রোহিত শর্মা (Rohit Sharma) শান্ত থাকতে পারলেন না। ফিল্ডিং চলার সময় মেজাজ হারালেন। আর এবার তাঁর নিশানায় সরফরাজ খান (Sarfarz Khan)। টিম ইন্ডিয়ার (Team India) হয়ে সদ্য দ্বিতীয় টেস্ট খেলতে নামা সরফরাজকে অধিনায়কের কড়া বার্তা, ‘একদম হিরো হওয়ার চেষ্টা করবি না!’
কিন্তু কেন এমন মন্তব্য করলেন রোহিত? ঠিক কী ঘটেছিল?
ইংল্যান্ড তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। বেন ফোকসের সঙ্গে সেই সময় ক্রিজে লড়াই করছেন শোয়েব বশির। অন্যদিকে দুই প্রান্ত থেকে বোলিং করছেন রবিচন্দ্রন অশ্বিন-কুলদীপ যাদব। সিলি পয়েন্টে ফিল্ডিং ছিলেন সরফরাজ। তবে তাঁর মাথায় হেলমেট ছিল না। এমনকি অ্যাবডোমেন গার্ডও পরেননি তিনি। এর পাশাপাশি ফিল্ডিং প্যাডও পরা ছিল না। সেই ঘটনা নজরে আসতেই সঙ্গে সঙ্গে সরফরাজের দিকে এগিয়ে যান রোহিত। জুনিয়রকে বকা দিয়ে একেবারে মুম্বইকরদের মতো বলেন, ‘এ ভাই হিরো নেহি বননে কা!’। অর্থাৎ বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ‘এই ভাই একদম হিরো হওয়ার চেষ্টা করবি না!’
🔊 Hear this! Rohit does not want Sarfaraz to be a hero?🤔#INDvsENG #IDFCFirstBankTestSeries #BazBowled #JioCinemaSports pic.twitter.com/ZtIsnEZM67
— JioCinema (@JioCinema) February 25, 2024
অধিনায়কের বকা খেয়ে চুপ করে থাকেননি সরফরাজ। মাঠের বাইরে থাকা দলের সতীর্থদের দিকে ইশারা করেন। কিছুক্ষণ পরেই হেলমেট, অ্যাবডোমেন গার্ড নিয়ে ছুটে আসেন কোনা শ্রীকর ভারত। সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
তবে সরফরাজকে বকা দেওয়া এই প্রথম নয়। রাজকোট টেস্টেও এমনভাবে সরফরাজকে বকা দিয়েছিলেন হিটম্যান। যশস্বী জয়সওয়াল-সরফরাজ এক অদ্ভুত কাণ্ড ঘটান! রোহিতকে উপেক্ষা করেই প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগিয়েছিলেন। দুই তরুণ ব্যাটারের এমন কাজ দেখে অবাক হয়ে গিয়েছেন খোদ হিটম্যানও। তিনি তো বলেননি মাঠ ছাড়তে। এমনকী ডিক্লেয়ারও ঘোষণা করেননি। তাহলে কেন ওরা মাঠ ছাড়তে চেয়েছিল? সেটা ভেবেই রেগে গিয়েছিলেন রোহিত।
রোহিতের ইশারা ও তাঁর বলার অঙ্গভঙ্গি দেখে কমেন্ট্রি বক্সে থাকা ধারাভাষ্যকাররাও নিজেদের হাসি চেপে রাখতে পারেননি। ঘটনাটি সবার নজর আসে চতুর্থ দিনের ভারতের ব্যাটিংয়ের সময় ৯৭ তম ওভারের পর। ইংল্যান্ডের ক্রিকেটাররাও ভেবেছিলেন যে রোহিত বোধহয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আসলে রোহিত তখনও ভারতের ইনিংস ডিক্লেয়ার করেননি। অবশ্য সেই ঘটনার এক ওভার পরেই ভারত অধিনায়ক ইনিংস ডিক্লেয়ার করে দেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.