Advertisement
Advertisement

Breaking News

IND vs ENG

অবশেষে কাটল খরা, টেস্টে ১০ ইনিংস পর শতরান করে রাজকোটে ‘রোহিত রাজ’

অধিনায়কোচিত ভঙ্গিতে হিটম্যানের ব্যাট থেকে এল শতরান।

IND vs ENG: Rohit Sharma rode out the tough phase ans scored century against England at Rajkot। Sangbad Pratidin

রাজকোটে মারমুখী মেজাজে শতরান। ব্যাট দেখাচ্ছেন রোহিত শর্মা। ছবি: পিটিআই

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 15, 2024 2:34 pm
  • Updated:February 15, 2024 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কাটল খরা। ১০ ইনিংস পর টেস্টে শতরান করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। গত বছরের ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ২২১ বলে ১০৩ রান করেছিলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। আর এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) ব্যাপক চাপের মধ্যেও অধিনায়কোচিত ভঙ্গিতে হিটম্যানের ব্যাট থেকে এল শতরান। চা পানের বিরতির পরেই টেস্ট কেরিয়ারের ১১তম শতরান সেরে নিলেন ভারতীয় দলের মহাতারকা। এর পর তাঁকে থামান মার্ক উড। ১৯৬ বলে ১৩১ রানে আউট হন রোহিত। ৬৬.৮৩ স্ট্রাইক রেট বজায় রেখে মারলেন ১৪টি চার ও ৩টি ছক্কা। 

চাপের মুখে চুপসে না গিয়ে নিজের মেজাজেই খেললেন রোহিত। এবং বাইশ গজের যুদ্ধে ক্রিজের অন্যপ্রান্তে দাঁড়িয়ে তাঁর লড়াকু শতরানের সাক্ষী থাকলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তৃতীয় সেশনের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ১৫৭ বলে লড়াকু করে রোহিত বুঝিয়ে দিলেন, তিনি একা হাতেই বিপক্ষের বোলিংকে ব্যাকফুটে ঠেলে দিতে পারেন। তবে শতরান করার পর নিজের ইনিংসকে বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি রোহিত। জাদেজার সঙ্গে চতুর্থ উইকেটে ২০৪ রান যোগ করার পর, সাজঘরের দিকে পা বাড়ান দলের অধিনায়ক।  

Advertisement

আরও পড়ুন: ‘শুধু ভদ্রলোক নয়, ক্রিকেট সবার খেলা’, অভিষেকের পর আবেগি বার্তা সরফরাজের বাবার

Rohit Sharma
রাজকোটের বাইশ গজে রোহিতের ব্যাটিং বিস্ফোরণ। ছবি: X হ্যান্ডেল

 

মার্ক উড এবং টম হার্টলির দাপটে একটা সময় মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। বিশাখাপত্তনম টেস্টে ২০৯ রান করা যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal) এদিন ১০ রানে ফিরে যান। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৪ রান করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। তিনি এবার ফিরলেন খালি হাতে। দুজনকেই আউট করেন মার্ক উড। রজত পাটিদারকে (Rajat Patidar) ফেরান হার্টলি। প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে ভারতীয় দলের দেওয়ালে পিঠ ঠেকে যায়। 

আর এর পরেই রোহিত ও জাদেজার ব্যাটে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। অধিনায়ক নিজে শতরান করলেন। এবং দিলেন নিন্দুকদের সমালোচনার কড়া জবাব। রাজকোটে নামার আগে গত চার ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ৯০ রান। গড় ২২.৫। সর্বোচ্চ ৩৯। তবে এহেন রোহিত এদিন শতরান করে বুঝিয়ে দিলেন টেস্ট ক্রিকেটে তাঁর এখনও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। 

আরও পড়ুন: কম ম্যাচ খেলে কমিটিতে পেয়াদাই রাজা, বেশি ম্যাচ খেলেও রাজা হয়ে রয়েছে পেয়াদা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement