Advertisement
Advertisement

Breaking News

IND vs ENG

ওয়ার্ন, অশ্বিন, ভেত্তোরিকে ছুঁয়ে সৌরভের কোন রেকর্ড নিজের নামে করলেন জাদেজা?

বাইশ গজের যুদ্ধে জাদেজার একাধিক রেকর্ড।

IND vs ENG: Ravindra Jadeja joins Shane Warne, Daniel Vettori, Ravichandran Ashwin in elite club after 3000 Test runs। Sangbad Pratidin

ওয়ার্ন-ভেত্তোরির এক তালিকায় এবার জাদেজা।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 16, 2024 2:10 pm
  • Updated:February 16, 2024 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে দাপট দেখালেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। টেস্ট কেরিয়ারে চতুর্থ শতরান করলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার। একইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) শতরানের সুবাদে দুটি নজির গড়লেন ‘স্যর জাদেজা’। চলতি রাজকোট টেস্টের প্রথম দিনেই শতরানে অপরাজিত ছিলেন বাঁহাতি ব্যাটার। এর পর ২২৫ বলে ১১২ রানে থামতে বাধ্য হন জাদেজা। জো রুটের বলে আউট হওয়ার আগে মেরেছিলেন ৯টি চার ও ২টি ছক্কা।

এমন পারফরম্যান্সের পর প্রয়াত শেন ওয়ার্ন (Shane Warne), ড্যানিয়েল ভেত্তোরি (Daniel Vettori) ও রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) পর চতুর্থ স্পিনার হিসেবে টেস্টে ৩০০০ রান ও ২৫০ উইকেট নেওয়ার তালিকায় নাম লেখালেন। টেস্টে ৩১৫৪ রান করার পাশাপাশি ৭০৮টি উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতিম ওয়ার্ন। অন্যদিকে নিউজিল্যান্ডের ভেত্তোরি টেস্টে ৪৫৩১ রান করার পাশাপাশি ৩৬২টি উইকেট নিয়েছিলেন। অশ্বিন এখনও পর্যন্ত ৯৮টি টেস্টে এখনও পর্যন্ত ৩৩০৮ রান করার পাশাপাশি নিয়েছেন ৫০০টি উইকেট।জাদেজা ৭০টি টেস্টের ১০২টি ইনিংসে এখনও পর্যন্ত করেছেন ৩০০৫ রান। অন্যদিকে নিয়েছেন ২৮০টি উইকেট।

Advertisement

[আরও পড়ুন: এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত ভারতের মহিলা দলের, ইতিহাস গড়লেন সিন্ধুরা]

এদিকে জাদেজা হলেন কপিল দেব ও অশ্বিনের ভারতের তৃতীয় বোলার, যিনি টেস্টে ৩০০০ রানের সঙ্গে ২৫০টির বেশি উইকেট নিয়েছেন। এই তালিকায় স্টুয়ার্ট ব্রড, স্যর রিচার্ড হেডলি, শন পোলক, স্যর ইয়ান বোথাম, ইমরান খান, চামিন্ডা ভাস ও জ্যাক কালিসের মতো তারকা ক্রিকেটার রয়েছেন।

এর পাশাপাশি বেন স্টোকসের দলের বিরুদ্ধে শতরান করার সুবাদে আরও একটি নজির গড়লেন তিনি। জাদেজা হলেন ভারতের ১৫তম ক্রিকেটার যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০০ রান পূর্ণ করলেন। ছাপিয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই তালিকার শীর্ষে রয়েছেন শচীন তেণ্ডুলকর। তাঁর রান ২৫৩৫। দ্বিতীয়স্থানে রয়েছেন সুনীল গাভাসকর। লিটল মাস্টার ২৪৮৩ রান করেছিলেন। তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তাঁর রান ১৯৯১।

[আরও পড়ুন: জয় শাহ-রাহুল দ্রাবিড়ের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ, ফের রনজি ট্রফি খেললেন না অবাধ্য ঈশান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement