Advertisement
Advertisement

Breaking News

IND vs ENG

‘আমিও ভয় পাই!’, কেন মহিলা অনুরাগীকে এমন কথা বললেন যশস্বী? দেখুন ভাইরাল ভিডিও

আনটোল্ড স্টোরি শোনালেন যশস্বী জয়সওয়াল।

IND vs ENG: Mujhe bhi darr lagta hai, Yashasvi Jaiswal's hilarious interaction with fan girl, video gone viral। Sangbad Pratidin

যশস্বী জয়সওয়াল। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 24, 2024 1:15 pm
  • Updated:February 24, 2024 1:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে সবার মুখে একজনের নাম। তিনি যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কারণ টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনারের চলতি সিরিজে দুরন্ত ফর্ম। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দারুণ ছন্দে রয়েছেন বাঁহাতি ব্যাটার। বিশাখাপত্তনমে বেন স্টোকসদের (Ben Stokes) বিরুদ্ধে ২৯০ বলে ২০৯ রান করার পর, রাজকোট টেস্টে আরও বিস্ফোরক মেজাজে ২৩৬ বলে ২১৪ রানে অপরাজিত ছিলেন। তাঁর সেই ইনিংসের জন্য ৪৩৪ রানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। তবে এহেন যশস্বীও কিন্তু ভয় পান! সদ্য ভাইরাল হওয়া ভিডিওতে সেটা ধরা পড়ল।

রাঁচি টেস্টের দ্বিতীয় দিন একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা অনুরাগীকে হাত নাড়িয়ে বার্তা দিচ্ছেন যশস্বী। সেই মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ‘আপনার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তাঁকে প্লিজ একবার ডেকে আনুন।’ প্রশ্ন শুনে অবশ্য চুপ করে থাকেননি যশস্বী। তিনি পালটা বলেন, ‘আমি খুব ভয় পাই। যার কথা আপনি বলছেন তাঁকে আমিও ভয় পাই।’

Advertisement

[আরও পড়ুন: ক্রিকেটীয় মানসিকতাই ছিল না পরিবারের, তবু কীভাবে ভারতীয় দলে? জানালেন আকাশের মা]

 

যশস্বীর পাশে কে দাঁড়িয়ে ছিলেন সেটা বোঝা যাচ্ছে না। তবে নেটিজেনদের দাবি, সেই ভিডিও তোলার সময় নাকি যশস্বীর পাশে দাঁড়িয়ে ছিলেন দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টিম ইন্ডিয়ার অধিনায়ক এমনিতে খোলা মনের মানুষ হলেও, মাঠে মাঝেমধ্যেই মেজাজ হারান। সতীর্থদের উপর রেগে যান। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকে যশস্বীও মাঝেমধ্যে রোহিতের কাছে বকা খেয়েছেন। অনেকের দাবি সেইজন্য এই ওপেনার এড়িয়ে গিয়েছিলেন। পাশে দাঁড়িয়ে থাকা সতীর্থকে ক্যামেরার সামনে আনতে রাজি হননি।

দেশের হয়ে এখনও একদিনের ক্রিকেটে অভিষেক ঘটেনি। টেস্টের পাশাপাশি টি-২০ ফরম্যাটেও নিজের জাত চিনিয়েছিলেন। ১৭টি টি-২০ ম্যাচে তাঁর রান ৫০২। ১৬১.৯৩ স্ট্রাইক রেট বজায় রেখে করে ফেলেছেন ১টি শতরান ও ৪টি অর্ধ শতরান। এবার এহেন যশস্বী টেস্ট ক্রিকেটেও তাঁর ‘যশ’ ছড়িয়ে যাচ্ছেন। একইসঙ্গে রয়েছে দলের অধিনায়কের প্রতি ভীতি।

[আরও পড়ুন: কাজে ফিরলেন সঞ্জনা, রোমাঞ্চিত বুমরাহ সোশাল মিডিয়ায় করলেন পোস্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement