দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় মহম্মদ শামি। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে বাকি তিন টেস্টে ফিরতে পারেন মহম্মদ শামি (Mohammed Shami)। অর্জুন পুরস্কার হাতে নিয়েই এমন বার্তা দিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা পেসার। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মূল পেসারের দাবি, এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব ভালোভাবেই হচ্ছে। ফলে দ্রুত সুস্থ হয়ে তাঁর মাঠে নামা সময়ের অপেক্ষা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শামি বলেন, “আমার রিহ্যাব খুব ভালোভাবেই হচ্ছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হচ্ছি। গোড়ালিতে কিছু সমস্যা থাকলেও, অনুশীলন শুরু করতে সমস্যা হয়নি। আশাকরি সব ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টে খেলতে পারব।” গোড়ালির চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন। যদিও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই।
গত ৩০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষিত হয়। বোর্ডের তরফে তখনই জানিয়ে দেওয়া হয়েছিল, শামি বর্তমানে চোট সারিয়ে তুলতে ব্যস্ত। বোর্ডের প্রেস রিলিজে বলা হয়েছিল, ‘মহম্মদ শামি বর্তমানে চোট সারিয়ে সুস্থ হচ্ছেন। দলে তাঁর জায়গা পাওয়ার বিষয়টি ফিট হওয়ার ওপর নির্ভর করছে।’ বিশ্বকাপেও চোট নিয়ে খেলেছিলেন শামি। সেই গোড়ালির চোট উপেক্ষা করেই মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে শামি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন। সেই সময় নাকি তাঁর ডান পায়ের পাতা ফেলার সময় যন্ত্রণা হচ্ছিল। আর সেইজন্য মাঠের বাইরে তারকা পেসার।
আসন্ন ভারত সফরে পাঁচটি টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথম টেস্ট ২৫-২৯ জানুয়ারি হায়দরাবাদে। ২-৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট হবে ১৫-১৯ ফেব্রুয়ারি। খেলা হবে রাজকোটে। ২৩-২৭ ফেব্রুয়ারি হবে চতুর্থ টেস্ট। সেই ম্যাচ আয়োজিত হবে রাঁচিতে। পঞ্চম টেস্ট হবে ধরমশালায়। ৭-১১ মার্চ পর্যন্ত। এই হাই ভোল্টেজ সিরিজের বাকি তিন টেস্টে শামি মাঠে নামতে পারেন কিনা সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.