Advertisement
Advertisement
IND vs ENG

ব্রাত্য পূজারার কাছে কী আবদার করলেন অশ্বিন? জানলে অবাক হবেন

অশ্বিনের কথা রাখবেন পূজারা?

IND vs ENG: Let's see if Cheteshwar Pujara will invite Indian team for dinner at his home, says Ravichandran Ashwin। Sangbad Pratidin

জাতীয় দলের বাইরে থাকলেও অশ্বিনের সঙ্গে পূজারার বন্ধুত্ব বজায় রয়েছে। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 11, 2024 10:05 am
  • Updated:February 11, 2024 10:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত কয়েক দিনের ছুটি। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। ঠিক এমন সময় ইংল্যান্ডের (England) বিরুদ্ধে রাজকোটে নামার আগে, চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) কাছে আবদার করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ম্যাচটা পূজারার হোম গ্রাউন্ড রাজকোটে আয়োজন করা হবে। তাই টিম ইন্ডিয়ার (Team India) অভিজ্ঞ অফ স্পিনারের দাবি, পূজারা যেন ডিনারের ব্যবস্থা করেন। এর আগেও ভারতীয় দলের সতীর্থদের নিজের বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন পূজারা।

নিজের ইউ টিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, “রাজকোটে নামার জন্য মুখিয়ে রয়েছি। কারণ ওটা আমার বন্ধু চেতেশ্বর পূজারার হোম গ্রাউন্ড। ১০০টি টেস্ট খেলা লেজেন্ডের ফোনের অপেক্ষায় রয়েছি। আশাকরি এবারও আমার বন্ধুর বাড়িতে গিয়ে রাতের খাবারটা খাব। চেতেশ্বর পূজারার আমন্ত্রণের অপেক্ষায় রয়েছি।”

Advertisement

[আরও পড়ুন: ‘রনজি ট্রফি তুলে দেওয়া উচিত!’, মনোজের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট]

২০১৬ সালে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছিল ইংল্যান্ড। সেবার দলের সবাইকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন পূজারা। সেবার সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। তবে এবার জাতীয় দলের সদস্য নন পূজারা। গত বছর বিশ্ব টেস্ট ফাইনালের পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। তাঁর জায়গায় তিন নম্বরে ব্যাট করছেন শুভমান গিল। এই নম্বরে শুভমান ক্রমাগত ব্যর্থ হলেও বেন স্টোকসদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৪ রান করেন তরুণ ব্যাটার।

টেস্ট দল থেকে বাদ গেলেও পূজারা কিন্তু চলতি রনজি ট্রফিতে দারুণ ফর্মে রয়েছেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করে মরশুম শুরু করেছিলেন পূজারা। তাঁর ব্যাট থেকে এসেছিল অপরাজিত ২৪৩ রান। এর পর থেকে প্রায় প্রতি ম্যাচেই সৌরাষ্ট্রকে ভরসা দিয়েছে তাঁর ব্যাট।

[আরও পড়ুন: ‘সতীর্থরা হাততালি দিতে বুঝলাম, টিমে ডাক পেয়েছি’, টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে আকাশদীপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement