ইংল্যান্ডের ভাঙনের পিছনে অবদান জাদেজার। ফাইল চিত্র
ইংল্যান্ড ( প্রথম ইনিংস): ৩৫৩/১০ (জো রুট ১২২*, বেন ফোকস ৪৭, রবিনসন ৫৮, আকাশ দীপ ৩/৮৩, সিরাজ ২/৭৮, জাদেজা ৪/৬৭, অশ্বিন ১/৮৩)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাঁচিতে অনেক আগেই থেমে যেতে পারত ইংল্যান্ড (England Cricket Team)। বেন স্টোকসের দল শেষ পর্যন্ত থামল ৩৫৩ রানে। এর পিছনে বড় অবদান জো রুটের (Joe Root)। রুট ধীরে ধীরে ‘শিকড়’ মেলে ধরেছিলেন বলেই ইংল্যান্ড প্রথম ইনিংসে বেশ ভালো রান করল বলা যায়।
চতুর্থ টেস্টের প্রথমদিন যেভাবে শুরু থেকে বিপর্যয় নেমে এসেছিল, তার পরেও যে ইংরেজ শিবির এই রানে পৌঁছেছে, তাতে কৃতিত্ব দিতেই হয় রুট ও রবিনসনকে। তবে সিংহভাগ কৃতিত্ব রুটেরই। ১২২ রানে অপরাজিত থেকে গেলেন রুট। তাঁকে ফেরাতে পারলেন না ভারতীয় বোলাররা। বাজবল ক্রিকেটকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে রুট অনুসরণ করলেন ক্রিকেটেরই সহজ পাঠ।
প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল সাত উইকেটে ৩০২। গতদিনের রানের সঙ্গে শনিবার আরও ৪৫ রান যোগ করার পরে ফেরেন রবিনসন। তিনিও অবশ্য ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ৯টি চার ও একটি ছয়ে সাজানো ছিল রবিনসনের ইনিংসে। তাঁকে ফেরান জাদেজা। তার পরে ইংল্যান্ডের বাকিরা এলেন আর গেলেন। ইংল্যান্ডকে অবশ্য ৩৫৩ রানে ফিরিয়ে দেওয়ার পিছনে অবদান রয়েছে রবীন্দ্র জাদেজার।
এদিন সকালে যে তিনটি উইকেট হারায় ইংল্যান্ড শিবির, তার সবকটিই জাদেজার(Ravindra Jadeja) শিকার। রাঁচির পিচে ফাটল রয়েছে এবং এই বাইশ গজে স্পিনাররা যে সাহায্য পেতে চলেছেন, তার ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। জাদেজার ঘূর্ণিতে এদিন বেহাল ইংরেজ ব্যাটাররা। শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন খাতাই খুলতে পারেননি। অবশ্য তাঁদের থেকে ব্যাট হাতে খুব কি কিছু প্রত্যাশিত ছিল? রুটকে সঙ্গ দেওয়া এবং তারই সঙ্গে স্কোরবোর্ডে কিছু রান যোগ করতে পারলে সুবিধা হত ইংল্যান্ডেরই। বলা ভালো জাদেজাই দ্রুত ধসিয়ে দিলেন ইংরেজ বাহিনীকে। তবে এই পিচে ৩৫৩ মোটেও ফেলে দেওয়ার মতো রান নয়। যথেষ্ট রানই বলা যায়। চতুর্থ টেস্ট যত গড়াবে, বাইশ গজের চরিত্রও হয়তো বদলাতে বদলাতে যাবে। ভারত-ইংল্যান্ড ব্যাট-বলের লড়াই আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.