Advertisement
Advertisement
IND vs ENG

বিস্ফোরণ বুমরাহর, ইয়র্কারের বিষাক্ত ছোবলে ধস ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে, ম্যাচের রাশ ভারতের হাতে

৬ উইকেট নিয়ে বুমরাহ একাই ভাঙলেন ইংল্যান্ড শিবিরকে।

IND vs ENG: Jasprit Bumrah explodes with a ball, England first innings collapsed । Sangbad Pratidin

আগুন জ্বালালেন বুমরাহ। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 3, 2024 4:30 pm
  • Updated:February 3, 2024 7:09 pm  

ভারত (প্রথম ইনিংস) ৩৯৬ (জয়সওয়াল ২০৯)
ইংল্যান্ড (প্রথম ইনিংস) ২৫৩ (ক্রলি ৭৬, বুমরাহ ৬/৪৫)
ভারত (দ্বিতীয় ইনিংস) বিনা উইকেটে ২৮ (জয়সওয়াল ১৫*, রোহিত ১৩*)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশাখাপত্তনমে যশস্বী জয়সওয়াল (Yashasvi  Jaiswal) ভারতের ইনিংস গড়লেন, রেকর্ড গড়লেন। ডাবল হান্ড্রেড করলেন।  যশস্বীর তাণ্ডবেই ভারত প্রথম ইনিংসে ৩৯৬ রান করে। 
বল হাতে বিস্ফোরণ ঘটালেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।  বুমরাহর দাপটে ইংল্যান্ড মুড়িয়ে গেল ২৫৩ রানে। বুমরাহর ৬ উইকেটের পাশাপাশি কুলদীপও তিনটি উইকেট নেন। কিন্তু দিনটা যে ছিল বুমরাহরই। রেকর্ড গড়লেন তিনিও। প্রথম ভারতীয় পেসার হিসেবে দ্রুততম দেড়শো উইকেটের মালিক হলেন তিনি। ৩৪টি টেস্ট ম্যাচ থেকে দেড়শো উইকেট নেন বুমরাহ। উল্লেখ্য, রবিচন্দ্রন অশ্বিন ২৯টি টেস্টে দেড়শো উইকেট নিয়েছিলেন। রবিচন্দ্রন অশ্বিন ৩২টি টেস্টে এই মাইলফলক ছুঁয়েছিলেন। বুমরাহর জন্যই বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় দিনে এগিয়ে ভারত। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হওয়ার পরে ভারত দ্বিতীয় ইনিংস শুরু করেছে। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ২৮। এই মুহূর্তে ভারত এগিয়ে ১৭১ রানে। দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ ভারতের হাতে। 

দ্বিতীয় দিনের শুরুতে দাপট দেখান যশস্বী জয়সওয়াল। প্রথম দিনের শেষে ১৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি। বাকি ব্যাটাররা যখন চেনা উইকেটেও ইংলিশ বোলারদের সামনে অসহায়, তখন একা কুম্ভ সামলাচ্ছিলেন যশস্বী।  

Advertisement

[আরও পড়ুন: ‘পূজারা কিন্তু অপেক্ষা করছে!’, ফর্ম হারানো শুভমানকে সতর্ক করলেন রবি শাস্ত্রী]

শনিবার অর্থাৎ টেস্টের দ্বিতীয় দিনের (IND vs ENG) খেলার শুরুতেই ২০০ রানের মাইলস্টোন স্পর্শ করেন যশস্বী। শোয়েব বশিরের ডেলিভারিতে বাউন্ডারি হাঁকিয়ে দুশোর গণ্ডি পেরিয়ে যান তিনি। ২৭৭ বলে ডাবল সেঞ্চুরি করে দলকে ৪০০ রানের কাছাকাছি পৌঁছে দেন তিনি। রোহিত-গিলরা যেখানে ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছেন, সেখানে ২৯০ বলে ২০৯ রানের মন ভালো করা ইনিংস খেলে তরুণ যশস্বী যেমন বার্তা দিলেন, সুযোগ পেলে দলের জন্য ঠিক কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। অ্যান্ডারসনের ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরেন তিনি। 

বুমরাহর ছোবলে মাটিতে ডিগবাজি খাচ্ছে ইংল্যান্ড ব্যাটারদের উইকেট। ফাইল চিত্র

ভারতের রানের জবাব দিতে নেমে একসময়ে জাক ক্রলি বিপজ্জনক ব্যাটিং করছিলেন।  ৭৭ বলে ৭৬ রান করে ফেলেছিলেন। ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিলেন তিনি। অক্ষর প্যাটেলের বলে টাইমিংয়ের গন্ডগোলে আউট হয়ে যায় ক্রলি। অক্ষরের ডেলিভারিটায় বৈচিত্র্য ছিল। ক্রলি এগিয়ে এসে মারতে যান। টাইমিংয়ের গন্ডগোলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তোলেন ক্রলি। শ্রেয়স আইয়ার দুরন্ত এক ক্যাচ ধরে ফেরান ক্রলিকে। তিনি বাদে ইংল্যান্ডের বাকি ব্যাটাররা সেভাবে দাঁড়াতে পারেননি। বুমরাহর ইয়র্কারে ছিন্নভিন্ন হয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। পোপ, রুট, বেয়ারস্টো, স্টোকস, হার্টলি এবং অ্যান্ডরসন বুমরাহর শিকার। ভারতীয় পেসারের বিষাক্ত ইয়র্কারে ইংল্যান্ড ব্যাটারদের উইকেট মাটিতে গড়াগড়ি খেল। ১৫.৫ ওভার হাত ঘোরান বুমরাহ। ৪৫ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন তিনি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এগিয়ে ভারতই। অবশ্য দিল্লি এখনও বহু দূরে। 

আরও পড়ুন: ‘ইয়র্কার কিং’ বুমরাহর আগুনে পেসে বোল্ড ভারতকে বেগ দেওয়া অলি পোপ, দেখুন ভাইরাল ভিডিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement