Advertisement
Advertisement

Breaking News

IND vs ENG

শেষ হল বুমরাহ-কুলদীপের মরিয়া লড়াই, ৪৭৭ রানে থামল ভারত, নজির অ্যান্ডারসনের

বিশ্বের প্রথম পেসার হিসাবে টেস্টে ৭০০ উইকেট নিলেন ইংরেজ তারকা।

IND vs ENG: India bowled out with a lead of 259 and Anderson creates history

ইতিহাস অ্যান্ডারসনের। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 9, 2024 9:54 am
  • Updated:March 9, 2024 11:07 am  

ইংল্যান্ড (প্রথম ইনিংস) ২১৮ (ক্রলি ৭৯, কুলদীপ ৫/৭২, অশ্বিন ৪/৫১)
ভারত (প্রথম ইনিংস): ৪৭৭ (রোহিত ১০৩, গিল ১১০, পারিক্কল ৬৫, সরফরাজ ৫৬, কুলদীপ ৩০, বুমরাহ ২০, বশির ৫-১৭৩, অ্যান্ডারসন ২-৬০ )
ভারত ২৫৯ রানে এগিয়ে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) মরিয়া হয়ে না লড়লে ভারতের ৪৭৭ রান হতই না। দুই তারকা ভারতীয় বোলার ব্যাটারদের মতো ব্যাট করলেন। তৃতীয় দিনের সকালে থেমে গেল তাঁদের অদম্য লড়াই। দুই ব্যাটার ফিরতেই ভারতের প্রথম ইনিংসও শেষ হয়ে গেল ৪৭৭ রানে। প্রথম ইনিংসে ইংল্য়ান্ডের থেকে ২৫৯  রানে এগিয়ে ভারত। অর্থাৎ ধরমশালা টেস্টে ভারত কিন্তু অ্যাডভান্টেজে। ইংল্যান্ড কেমন জবাব দেয়, সেটাই এখন দেখার।
তৃতীয় দিনের সকালে কুলদীপ যাদব ফিরে যান ব্যক্তিগত ৩০ রানে। তার পরেই ফেরেন বুমরাহ (২০)। এদিন সকালে একটি উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও আরেকটি উইকেট নেন শোয়েব বশির। বশির পাঁচ-পাঁচটি উইকেট নেন। কিন্তু ধরমশালায় সব আলো শুষে নিলেন অ্যান্ডারসন। গড়লেন নতুন ইতিহাস। বিশ্বের প্রথম পেসার হিসাবে টেস্টে ৭০০ উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন। কুলদীপ যাদবের উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ইংরেজ পেসার। বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হল, ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। এই ৪১ বছর বয়সেও তিনি তরুণ। ১৮৭টি টেস্ট ম্যাচে এই নজির গড়েন অ্যান্ডারসন। 

Advertisement

[আরও পড়ুন: আইপিএল পছন্দের টুর্নামেন্ট কেন, কারণ জানালেন কোহলি়]

কুলদীপ ও বুমরাহের আগে ভারতের ইনিংসের ভিত গড়ে দেন রোহিত শর্মা ও শুভমান গিল। দুজনেই সেঞ্চুরি হাঁকান। এই দুই ব্যাটার ফিরে যাওয়ার পরে সরফরাজ ও দেবদত্ত ইংল্যান্ডকে ম্যাচে ফিরতে দেননি। তাঁরা যদি দ্রুত ফিরে যেতেন তাহলে ম্যাচের উপরে জাঁকিয়ে বসত ইংল্যান্ড। এই দুই ব্যাটার ফেরার পরে দ্রুত উইকেট ভারত হারালেও বুমরাহ ও কুলদীপ ফের মাটি কামড়ে বসেন। ৪৯ রান যোগ করেন দুজন। এদিন সকালে কুলদীপকে ফেরান অ্যান্ডারসন। তার কিছুক্ষণ পরেই শোয়েব বশিরের বলে ঠকে গিয়ে স্টাম্পড হন বুমরাহ। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement