Advertisement
Advertisement

Breaking News

Cricket

কাজে এল না বিরাটের দুরন্ত ব্যাটিং, তৃতীয় টি-টোয়েন্টিতে সহজ জয় ইংল্যান্ডের

অপরাজিত ৮৩ রানের ইনিংস খেললেন ইংরেজ ব্যাটসম্যান জোস বাটলার।

Ind Vs ENG: England Beats Team India in 3rd T20I | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:March 16, 2021 10:37 pm
  • Updated:March 16, 2021 10:40 pm  

ভারত: ২০ ওভারে ১৫৬/৬ (কোহলি ৭৭*, মার্ক উড ৩/৩১)
ইংল্যান্ড: ১৮.২ ওভারে ১৫৮/২ (বাটলার ৮৩*, সুন্দর ১/২৬)
ইংল্যান্ড আট উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টি-২০তে হারের পর ঘুরে দাঁড়িয়েছিল দল। দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডকে (England) হারিয়ে টি-২০ সিরিজে সমতা ফিরিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু তৃতীয় ম্যাচে ফের হার। জোস বাটলারের দুরন্ত ব্যাটিং মোতেরায় ইংল্যান্ডকে সহজ জয় এনে দিল। ১৫৭ রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচটি জিতে নেন ইংরেজরা। কাজে এল না ভারত অধিনায়ক বিরাটের অপরাজিত ৭৭ রানের দুরন্ত ইনিংসও।

Advertisement

করোনার কারণে দর্শকশূন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মঙ্গলবার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক ইওন মর্গ্যান। গত ম্যাচের মতো এদিনও শূন্য রানেই ফিরে যান কে এল রাহুল। এর ফলে রাহুল গড়ে ফেললেন লজ্জার রেকর্ডও। আশিস নেহরা, অম্বাতি রায়ডুর পর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একটি টি-২০ সিরিজে সবচেয়ে দু’বার শূন্য রানে আউট হলেন। পাশাপাশি ভারতীয় ওপেনারদের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি চারবার শূন্য রানে আউট হলেন। একই রেকর্ড রয়েছে রোহিতেরও।

[আরও পড়ুন: ভাইরাল বুমরাহ-সঞ্জনার বিয়ের এই বিশেষ মুহূর্তের ভিডিও, দেখেছেন আপনি?]

এদিন আবার সূর্যকুমার যাদবের জায়গায় সিরিজে প্রথমবার দলে সুযোগ পেলেন ‘হিটম্যান’। ব্যাট হাতে শুরুটাও ভালই করেছিলেন। কিন্তু ১৫ রান করেই আর্চারের বলে আউট হয়ে যান। এরপর গত ম্যাচে জয়ের অন্যতম নায়ত ঈশান কিষানও ফিরে যান চার রান করে। ব্যর্থ হন শ্রেয়সও (৯)। তবে প্রথমে ঋষভ (২৫) এবং শেষদিকে হার্দিককে (১৭) সঙ্গে নিয়ে দলের রান দেড়শো পেরোতে সাহায্য করেন অধিনায়ক বিরাট কোহলি। গত ম্যাচে অপরাজিত ৭৩ রানের পর এদিন বিরাটের ব্যাট থেকে বেরোল আরও একটি দুরন্ত ইনিংস। ৪৬ বলে ৭৭ রান করে অপরাজিত রইলেন তিনি। মারলেন ৮টি চার এবং ৪টি ছয়। মূলত তাঁর ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ভারতের রান দাঁড়ায় ৬ উইকেটে ১৫৬ রান।

১৫৭ রান তাড়া করতে নেমে শুরুতেই জেসন রয়ের (৯) উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু উলটোদিকে জোস বাটলার ছিলেন মারমুখী মেজাজে। কার্যত একাই ভারতীয় বোলারদের উপর ছড়ি ঘোরাতে থাকেন। প্রথমে ডেভিড মালান (১৮) পরে বেয়ারস্টোকে (৪০*) সঙ্গে নিয়ে ১০ বল বাকি থাকতে ইংল্যান্ডকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। শেষপর্যন্ত ৫২ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন তিনি। এর মধ্যে আবার ব্যক্তিগত ৭৬ রানের মাথায় জীবনদানও পান বাটলার। চাহালের বলে তাঁর ক্যাচ মিস করেন খোদ অধিনায়ক কোহলি। এরপর সহজেই ম্যাচটি বের করে নিয়ে যান তিনি। এই ম্যাচ জেতায় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

[আরও পড়ুন: আইপিএলের জন্য নয়া অফিশিয়াল পার্টনারের নাম ঘোষণা করল BCCI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement