Advertisement
Advertisement
Dhruv Jurel

বাবা-মায়ের হাতে ম্যাচের সেরার পুরস্কার তুলে দিলেন ধ্রুব, কী লিখলেন তরুণ উইকেটকিপার

বাবা-মায়ের বন্দনায় ভারতের 'নতুন ধ্রুবতারা'।

IND vs ENG: Dhruv Jurel shares Ranchi Test Player of the Match award with parents

পরিবারের সঙ্গে ধ্রুব জুরেল। ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 2, 2024 12:11 pm
  • Updated:March 2, 2024 12:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি টিম ইন্ডিয়ার (Team India) সংসারে নতুন ‘ধ্রুবতারা’। তিনি ধ্রুব জুরেল (Dhruv Jurel)। রাজকোটে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে অভিষেক টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছিল ১০৪ বলে ৪৬ রান। সেখানেই থেমে থাকেননি তিনি। এর পর রাঁচি টেস্টে ভারতের সিরিজে জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন। দুই ইনিংসেই প্রবল চাপের মুখে তাঁর ব্যাট জবাব দিয়েছিল। প্রথম ইনিংসে ১৪৯ বলে ৯০ রান করার পর, দ্বিতীয় ইনিংসে ৭৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন তরুণ উইকেটকিপার-ব্যাটার। সেই দুই ইনিংসে লড়াকু ইনিংসের সুবাদে পেয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার। এবার সেই পুরস্কার বাবা-মায়ের হাতে তুলে দিলেন ধ্রুব।

৭ মার্চ থেকে ধরমশালায় সিরিজের পঞ্চম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এর আগে রোহিত শর্মার (Rohit Sharma) দলের ক্রিকেটাররা ছুটি কাটাতে ব্যস্ত। ধ্রুব নিজেও পরিবারের কাছে ফিরে গিয়েছেন। বাড়ি ফিরেই বাবা-মায়ের হাতে তুলে দিয়েছেন তাঁর সবচেয়ে বড় পুরস্কার। এবং সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তরুণ উইকেটকিপার-ব্যাটার। তিনি লিখেছেন, ‘এরাই আমার আসল এমভিপিএস।’ বাবা-মায়ের সঙ্গে সোশাল মিডিয়াতে পোস্ট করা সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ৪৮ বছর বয়সে বাবা হলেন শোয়েব, মেয়ের কী নাম রাখলেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’?]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by J U R E L (@dhruvjurel)

বেন স্টোকসদের (Ben Stokes) বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ঘরের মাঠে দারুণ পারফর্ম করেছিলেন ধ্রুব। এবং কাকতালীয় ব্যাপার হল দুই ইনিংসেই প্রবল চাপের মুখে তাঁর ব্যাট জবাব দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে তাঁর সঙ্গে ম্যাচে জেতানো ইনিংস খেলেন শুভমান গিল (Shubman Gill)। তিনে নামা শুভমান করেন ১২৪ বলে ৫২ রান। দুজন ষষ্ঠ উইকেটে যোগ করেছিলেন ৭২ রান। ফলে রাঁচি টেস্ট জেতার পাশাপাশি ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে যায় ভারত।

গত কয়েকটি টেস্টে কোনা শ্রীকর ভারতকে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ব্যাট হাতে পারফর্ম করতে ব্যর্থ হন ভারত। আর তাই ধ্রুব দেখে নিতে চেয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। ২৩ বছর বয়সী ধ্রুব রাঁচি টেস্টে যে পারফরম্যান্স দেখালেন, তাতে ধরমশালা টেস্টের টিকিট পাকা করে ফেলেছেন। এবার শুধু তাঁর এগিয়ে যাওয়ার পালা। ভবিষ্যতে তিনি কেমন পারফর্ম করেন সেটাই দেখার।

[আরও পড়ুন: জাতীয় দলে খেলতে নারাজ, রাহুল-রোহিতের প্রস্তাব ফেরালেন ‘অবাধ্য’ ঈশান!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement