Advertisement
Advertisement
IND vs ENG

IND vs ENG: ‘বাজবল’ ব্র্যান্ডে রোহিত-বিরাটদের হারানো সম্ভব? আস্ফালন স্টোকসদের কোচ ব্রেন্ডন ম্যাকালামের

ভারতকে চাপে রাখতে চাইছেন ব্রেন্ডন ম্যাকালাম!

IND vs ENG: Brendon McCullum excited for England's huge challenge in Test series against Team India। Sangbad Pratidin

ভারত-ইংল্যান্ড সিরিজ দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 4, 2023 4:17 pm
  • Updated:December 4, 2023 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের (England) টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেট দুনিয়াতে চলছে ‘বাজবল’ নিয়ে আলোচনা। হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) ও অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) সময় আগ্রাসী মনোভাবের ক্রিকেট খেলার জন্য বিপক্ষের কাছে সমীহ আদায় করে নিয়েছে সাহেবরা। এদিকে আগামী বছর ভারত সফরে আসছেন জো রুট (Joe Root)-জনি বেয়ারস্টোরা (Jonny Bairstow)। রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে ইংল্যান্ড। কিন্তু প্রশ্ন হল উপমহাদেশের স্পিন সহায়ক পিচে আদৌ ‘বাজবল’ ক্রিকেট সম্ভব? জবাব দিলেন নিউজিল্যান্ডের (New Zealand) প্রাক্তন অধিনায়ক।

বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে এসেছিলেন ইংল্যান্ডের টেস্ট দলের বর্তমান কোচ। সেখানে তাঁকে আসন্ন সিরিজ নিয়ে প্রশ্ন করা হলে ম্যাকালাম বলেন, “হ্যাঁ ঠিকই বলেছেন। ভারত এই মুহূর্তে অন্যতম শক্তিশালী দল। ঘরের মাঠে তো ওরা অপ্রতিরোধ্য। এমন একটা দলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার। সেই চ্যালেঞ্জ নিতে আমাদের ক্রিকেটাররা মানসিকভাবে প্রস্তুত। আমরা নিজেদের স্টাইলেই ক্রিকেট খেলব।”

Advertisement

ম্যাকালাম-স্টোকস জুটি টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর থেকে বদলে গিয়েছে ইংরেজদের মানসিকতা। টেস্টের একেবারে প্রথম বল থেকেই আগ্রাসী মানসিকতা নিয়ে খেলছে ইংল্যান্ড। সেটা এবারও বজায় রাখতে চাইছেন প্রাক্তন কিউই অধিনায়ক। ম্যাকালাম বিশ্বাস করেন তাঁর দলের ক্রিকেটাররা ‘বাজবল’ ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

[আরও পড়ুন: ধোনির পেপটকে ইংরেজ বধ করলেন লারার দেশের ব্যাটার! কে তিনি?]

তিনি যোগ করেছেন, “গত ১৮ মাস ধরে তো আমরা আগ্রাসী মানসিকতার ক্রিকেট খেলেই সাফল্য পেয়েছি। মাঠে ছেলেদের আগ্রাসী মেজাজ দেখলে আমি তো চেয়ার ছেড়ে উঠে যাই। আশাকরি ভারতের মাটিতেও ধারাবাহিকতা বজায় রেখে আমার দল খেলতে পারবে।”

ম্যাকালাম তাঁর দলের ‘বাজবল’ ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে আস্ফালন করছেন। পরিসংখ্যান বলছে গত ১৮ মাসের মধ্যে খেলা ১৩টি টেস্টের মধ্যে ১১টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। হার দুই ম্যাচে। সেটাও আবার অ্যাশেজে। জোড়া টেস্ট জিতে সিরিজে পিছিয়ে গেলেও, সিরিজের তৃতীয় ও পঞ্চম টেস্ট জিতে কামব্যাক করেছিল ইংল্যান্ড।

আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ভেন্যু হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম। এর পর ভাইজ্যাগ, রাজকোট, রাঁচি ও ধরমশালায় দুই দল পাঁচটি টেস্ট খেলবে। কোন দল বাজিমাত করবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া। 

[আরও পড়ুন: অর্শদীপের বলে ভারত জিততেই শাহিন আফ্রিদিকে ট্রোল করল পাঞ্জাব কিংস! কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement