Advertisement
Advertisement
IND vs ENG

বড় ধাক্কা খেল রোহিতের টিম ইন্ডিয়া, স্টোকসদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই তারকা পেসার

রোহিতের উপর চাপ বেড়েই যাচ্ছে।

IND vs ENG: Bad news for Team India, Mohammed Shami likely to miss first two test against England। Sangbad Pratidin

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে রোহিতের চিন্তা বাড়ল।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 8, 2024 11:32 am
  • Updated:January 8, 2024 11:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে (ICC World Cup 2023) হারের শোক এখনও ভুলে যায়নি টিম ইন্ডিয়া (Team India)। এরমধ্যেই দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। তবে ভারতীয় দলের জন্য অপেক্ষা করছে আরও একটা খারাপ খবর। দক্ষিণ আফ্রিকার পর এবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে নেই মহম্মদ শামি (Mohammed Shami)। চোটের জন্য তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হল। প্রোটিয়া সফরের দুই টেস্টেই যদি তারকা জোরে বোলারকে খেলতে না দেখা যায়নি। এবার শোনা যাচ্ছে বেন স্টোকসদের (Ben Stokes) বিরুদ্ধে প্রথম দুটি টেস্টেও নাকি শামির সার্ভিস পাওয়া যাবে না। আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে তাঁর ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল।

গোড়ালির চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন। সেই চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। টেস্টে সিরিজের স্কোয়াডের প্রায় সমস্ত তারকা দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেলেও যাননি শামি। একটি সর্বভারতীয়সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শামির চোট এখনও সারেনি। ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই।

Advertisement

[আরও পড়ুন: ভক্তকে সপাটে চড় ‘নেতা’ শাকিবের! বাংলাদেশ অধিনায়কের বিতর্কিত ভিডিও ভাইরাল]

Mohammed Shami
চোটে জেরবার মহম্মদ শামি। ফাইল চিত্র

বোর্ডের এক সূত্র জানিয়েছে, শামি এখনও বোলিং শুরু করেননি, তাঁকে এনসিএতে গিয়ে তার ফিটনেস প্রমাণ করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে তাঁর খেলা অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলেন, “শামির চোট এখনও পুরো সারেনি। ও এখনও বোলিং শুরু করতে পারেনি। ফলে এই মুহূর্তে মাঠে নামার কোনও প্রশ্নই নেই। আমাদের ধারণা শামিকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে পাওয়া যাবে না।”

গত ৩০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষিত হয়। বোর্ডের তরফে তখনই জানিয়ে দেওয়া হয়েছিল, শামি বর্তমানে চোট সারিয়ে তুলতে ব্যস্ত। বোর্ডের প্রেস রিলিজে বলা হয়েছিল, ‘মহম্মদ শামি বর্তমানে চোট সারিয়ে সুস্থ হচ্ছেন। দলে তাঁর জায়গা পাওয়ার বিষয়টি ফিট হওয়ার ওপর নির্ভর করছে।’ বিশ্বকাপেও চোট নিয়ে খেলেছিলেন শামি। সেই গোড়ালির চোট উপেক্ষা করেই মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে শামি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন। সেই সময় নাকি তাঁর ডান পায়ের পাতা ফেলার সময় যন্ত্রণা হচ্ছিল। আর সেইজন্য মাঠের বাইরে তারকা পেসার।

আসন্ন ভারত সফরে পাঁচটি টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথম টেস্ট ২৫-২৯ জানুয়ারি হায়দরাবাদে। ২-৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট হবে ১৫-১৯ ফেব্রুয়ারি। খেলা হবে রাজকোটে। ২৩-২৭ ফেব্রুয়ারি হবে চতুর্থ টেস্ট। সেই ম্যাচ আয়োজিত হবে রাঁচিতে। পঞ্চম টেস্ট হবে ধরমশালায়। ৭-১১ মার্চ পর্যন্ত। এই হাই ভোল্টেজ সিরিজের বাকি তিন টেস্টে শামি মাঠে নামতে পারেন কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: অধিনায়ক হিসেবেই আফগানিস্তানের বিরুদ্ধে ফিরলেন রোহিত, দলে রয়েছেন বিরাট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement