Advertisement
Advertisement
IND vs ENG

স্টোকসের ইংল্যান্ডকে হারাতে রোহিতকে কতজন স্পিনার খেলানোর পরামর্শ দিলেন কুম্বলে?

সিরিজে সমতা ফেরাতে পারবে টিম ইন্ডিয়া?

IND vs ENG: Anil Kumble open to idea of Team India playing four spinners in Vizag Test against England। Sangbad Pratidin

কুম্বলের পরামর্শ নেবেন রোহিত?

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 30, 2024 12:34 pm
  • Updated:January 30, 2024 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদের প্রথম টেস্টে ২৮ রানে লজ্জার হার এখন অতীত। দ্বিতীয় টেস্টে (IND vs ENG) জয়ের মুখ দেখতে হলে চার স্পিনার খেলিয়ে দেওয়া উচিত। রোহিত শর্মাকে (Rohit Sharma) এই পরামর্শ দিলেন অনিল কুম্বলে (Anil Kumble)। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়কের মতে, রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) অবর্তমানে এই মুহূর্তে কুলদীপ যাদব (Kuldeep Yadav) সেরা বিকল্প। এমনটাই মনে করেন প্রবাদপ্রতিম লেগ স্পিনার। আগামী ২ ফেব্রুয়ারি থেকে বেন স্টোকসদের (Ben Stokes) বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে ভারতীয় দল।

কুলদীপের পক্ষে সওয়াল করে কুম্বলে বলেন, “আমার জানা নেই যে রোহিত ও রাহুল দ্রাবিড় আদৌ চার স্পিনারকে মাঠে নামিয়ে দেবে কিনা! তবে আমার মতে ইংল্যান্ডকে হারাতে হলে এই মুহূর্তে এক পেসার ও চার স্পিনারের কম্বিনেশনে দল সাজানো উচিত। ভাইজ্যাগের পিচে কুলদীপ সফল হতে পারে। সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলের সঙ্গে কুলদীপ এবং ওয়াসিংটন সুন্দরকে রেখেই দল গড়া উচিত। মনে রাখবেন ভারতকে শুরু থেকেই চাপে রাখার জন্য ইংল্যান্ডও কিন্তু প্রথম টেস্টেই চার স্পিনার খেলিয়েছিল।”

Advertisement

[আরও পড়ুন: টেস্ট দলে ডাক পেয়ে কটা নাগাদ আজাদ ময়দানে চলে যান সরফরাজ? জানলে চমকে যাবেন]

কেরিয়ারে ১০৩টি ওডিআই খেলে ফেললেও মাত্র ৮টি টেস্ট খেলেছেন কুলদীপ। ৩৪টি উইকেট নেওয়া কুলদীপকে বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ সালে শেষবার টেস্ট খেলতে দেখা গিয়েছিল। তবে কুলদীপের জন্য সওয়াল করলেও ভারতের ব্যাটারদের মানসিকতাকে একেবারেই মেনে নিতে পারছেন না কুম্বলে। তিনি ফের বলেন, “ভারতীয় দলের বেশ কয়েকজন ব্যাটার স্পিন বোলিংকে ভালোভাবে খেলতে পারছে না। ঘরের মাঠে এমন পারফরম্যান্স একেবারেই মেনে নেওয়া যায় না। একাধিক ব্যাটারের ফুটওয়ার্কে সমস্যা রয়েছে। এর সঙ্গে দেখা গেল স্পিন খেলার নেতিবাচক মানসিকতা। এগুলো না শুধরে নিলে ভারতের চাপ আরও বাড়বে।”

গত কয়েক বছর ধরে ঘরের মাঠের ঘূর্ণি পিচে বারবার ব্যর্থ হয়েছে ভারতের ব্যাটিং। স্পিনারদের উপর ভর করে একাধিক সিরিজ জিতলেও, কয়েক জন ব্যাটারদের পারফরম্যান্স একেবারেই আহামরি নয়।

[আরও পড়ুন: ‘আমার মেসেজগুলো কি পড়ার সময় পায়!’, ছেলে জোরাবরকে না পেয়ে একাকীত্বে ভুগছেন ধাওয়ান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement