Advertisement
Advertisement

Breaking News

IND vs ENG

ফের একবার ভারত এ দলের দায়িত্বে বাংলার অভিমন্যু, কেমন হল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দল?

নতুন বছরে অভিমন্যুর কাঁধে বড় দায়িত্ব।

IND vs ENG: Abhimanyu Easwaran to captain of the India A squad against England Lions। Sangbad Pratidin

অনুশীলনে ব্যস্ত অভিমন্যু ঈশ্বরণ। ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 6, 2024 4:21 pm
  • Updated:January 6, 2024 4:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার বড় সুযোগ পেলেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। কয়েক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে গিয়ে ভারত এ (India A) দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার ঘরের মাঠে ইংল্যান্ড লায়ন্সের (England Lions) বিরুদ্ধেও অধিনায়কত্ব করবেন বাংলার (Bengal) অভিজ্ঞ ব্যাটার। তাঁর সঙ্গে এই দলে রয়েছেন বাংলার আর পেসার আকাশ দীপ (Akash Deep)।

১২-১৩ জানুয়ারি ওয়ার্ম-আপ ম্যাচের ভেন্যু আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্রাউন্ড বি। এর পর ১৭-২০ জানুয়ারি ভারত এ বনাম ইংল্যান্ড লায়ন্স চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। জাতীয় নির্বাচকরা শনিবার, ৬ ডিসেম্বর ১৩ সদস্য়ের ভারত এ দল বেছে নিয়েছেন। প্রথম মাল্টি ডে ম্যাচের দল ঘোষণা হল। আরও দুটি ম্য়াচ থাকবে।

Advertisement

[আরও পড়ুন: ‘পাঁচিল টপকে অনুশীলনে এসেছিল কপিল!’, জন্মদিনে অজানা গল্প শোনালেন বন্ধু অশোক মালহোত্রা]

 

প্রোটিয়া সফরেও অভিমন্যুর সঙ্গে ভারত এ দলে ছিলেন আকাশ। এবার তেমনটাই ঘটল। ফলে কমপক্ষে আরও দুটি রনজি ট্রফির ম্যাচে অভিমন্যু ও আকাশের সার্ভিস পাবে না বাংলা।

১৩ সদস্যের ভারত এ দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সাঁই সুদর্শন, রজত পতিদার, সরফরাজ খান, প্রদোষ রঞ্জন পাল, কোনা শ্রীকর ভারত (উইকেটকিপার), মানভ সুতার, পুলকিত নারং, নভদীপ সাইনি, তুষার দেশপান্ডে, ভিদওয়াথ কাভেরাপ্পা, ধ্রুভ জোরেল (উইকেটকিপার), আকাশ দীপ

[আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে আগ্রাসী বোলিং, ঝুলনের কাছ থেকে কী পরামর্শ পেলেন তিতাস?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement