Advertisement
Advertisement
IND vs BAN

কেন বদল ভারতের রণকৌশলে? ‘বাজবলে’র প্রশংসার মাঝেই পালটা প্রশ্ন গাভাসকরের

কোন সিদ্ধান্ত নিয়ে 'অখুশি' গাভাসকর?

IND vs BAN: Sunil Gavaskar is not happy with India's batting order
Published by: Arpan Das
  • Posted:October 1, 2024 9:58 am
  • Updated:October 1, 2024 9:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুরে যেন টেস্ট ক্রিকেটের সংজ্ঞা নতুন করে লিখেছেন রোহিত শর্মারা। ইংল্যান্ডের ‘বাজবল’ নিয়ে প্রচুর চর্চা থাকলেও টিম ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে, তাঁদের নিজস্ব ঝোড়ো ব্যাটিংয়ের স্টাইল। যে কারণে ব্যাটিং অর্ডারে রদবদল করতে হয়েছে। আর তাতে খুব একটা খুশি নন কিংবদন্তি সুনীল গাভাসকর।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একের পর এক রেকর্ড গড়েছে ভারত। দলগত দ্রুততম ৫০, ১০০, ২০০ সবই এদিন ছিল ভারতের নামে। প্রথম তিন ওভারেই উঠে যায় ৫০ রানের বেশি। রোহিত-যশস্বীরা সাদা জার্সি পরে মাঠে নামলেও খেলছিলেন টি-টোয়েন্টির ঢংয়ে। অনেকে আবার যেটাকে টি-টেনও বলছেন।

Advertisement

শুরুতে বাংলাদেশের বোলারদের বেধড়ক মারেন রোহিত-যশস্বী। সেই ধারা বজায় রাখতে নামেন শুভমান গিল। এতটা পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু তার পরই ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হয়। যশস্বী আউট হতেই চার নম্বরে নামানো হয় ঋষভ পন্থ। যেখানে সাধারণত নামেন বিরাট কোহলি। কিন্তু যাতে আরও দ্রুত রান তোলা যায়, তাই ঋষভ পন্থকে নামানো হয় বলেই ধারণা ক্রিকেটমহলের। তিনি যদিও সফল হননি। ১১ বলে ৯ রান করে আউট হন।

সেটাতেই বেজায় অসন্তুষ্ট গাভাসকর। ভারতের ব্যাটিং অর্ডারের এই পরিবর্তন পছন্দ হয়নি কিংবদন্তি ক্রিকেটারের। তাঁর বক্তব্য, টেস্ট ক্রিকেটে চার নম্বরে নেমেই বিরাটের ৯০০০-র কাছাকাছি রান আছে। ফলে বিরাটকে পরে নামানোর সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না গাভাসকর। কোহলিও অবশ্য ঝোড়ো ব্যাটিংয়ের পথই নেন। ৩৫ বলে ৪৭ রান করে আউট হন তিনি। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস হলেও চেনা ‘কিং’য়ের ঝলক দেখা গেল কানপুর টেস্টে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement