Advertisement
Advertisement

Breaking News

IND vs BAN

শূন্য রানে আউট হয়েও রেকর্ড! কিংবদন্তিদের তালিকায় নাম শুভমানের, কটাক্ষ নেটদুনিয়ায়

পরের ইনিংসে কি রানে ফিরতে পারবেন শুভমান?

IND vs BAN: Shubman Gill dismissed in duck as he joins Virat Kohli in unwanted list
Published by: Arpan Das
  • Posted:September 19, 2024 2:00 pm
  • Updated:September 19, 2024 2:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs BAN) প্রথম ইনিংসে টসে হেরে ব্যাট করতে নেমেছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারতেন শুভমান গিল। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হলেন তিনি। ৮ বলে ০ রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। সেই সঙ্গে এমন এক রেকর্ড গড়লেন, যে কারণে তাঁর নাম উঠে গেল বিরাট কোহলি, মহিন্দর অমরনাথ, মনসুর আলি খান পতৌদির তালিকায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে না থাকলেও রিজার্ভে ছিলেন। কিন্তু মাঝপথেই দেশে ফিরে আসতে হয়েছিল। এর মাঝে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। জিম্বাবোয়ে সফরে নেতৃত্ব দিয়েছেন। তার পর দলীপ ট্রফিতে লাল বলের ক্রিকেটে ফিরলেও রানের দেখা পাননি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে রানে ফিরতে পারেন কিনা, সেটা দেখার অপেক্ষায় ছিলেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

কিন্তু প্রথম টেস্টের শুরুতে তিনি আউট হলেন শূন্য রানে। দুরন্ত ফর্মে থাকা হাসান মাহমুদের বলে উইকেটের পিছনে ক্যাচ তুলে দিলেন গিল। উইকেটকিপার লিটন দাসের দস্তানায় বন্দি হয়ে ফিরে গেলেন তিনি। তার পরই নেটদুনিয়ায় শুরু হয় কটাক্ষ। এমনকী ভারতের ‘বাবর আজম’ বলেও ব্যঙ্গ করা হয়। চলতি বছরে এই নিয়ে টেস্টে তিনবার শূন্য রানে আউট হলেন। বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধেও দুটি টেস্টে ‘ডাক’ করেছিলেন।

একই বছরে ঘরের মাঠে তিনটি বা তার বেশি বার শূন্য রানে আউট হওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকায় উঠে গেল শুভমানের রান। ১৯৬৯-এ মনসুর আলি খান পতৌদি, ১৯৭০-এ দিলীপ বেঙ্গসরকার, ১৯৯৪-এ বিনোদ কাম্বলি, ২০২১-এ বিরাট কোহলিরা ঘরের মাঠে একই বছরে তিনবার ‘ডাক’ করেছিলেন। ১৯৮৩ সালে পাঁচ বার শূন্য রানে আউট হয়েছিলেন মহিন্দর অমরনাথ। তবে ইংল্যান্ড সিরিজে দুবার গিল শূন্য রানে ফিরে গেলেও, বাকি ইনিংসে যথেষ্ট ভালো খেলেছিলেন। এবারও কি সেটারই পুনরাবৃত্তি হবে? আশায় ক্রিকেটভক্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement