সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে এসেছিল বাংলাদেশ। ভারতকেও কি শান্তরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবেন? চেন্নাই টেস্টের আগে ইতিউতি ঘুরছিল প্রশ্নটা। খুব সহজেই সেই প্রশ্নের উত্তর লিখে ফেললেন রোহিত শর্মারা। চতুর্থ দিনের শুরুতেই থেমে গেল টাইগারদের গর্জন। ভারত জিতল ২৮০ রানে। ব্যাটে সেঞ্চুরির পাশাপাশি দ্বিতীয় ইনিংসে বল হাতে ৬ উইকেট তুলে ম্যাচের সেরা হলেন রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে ৬৩২ দিন পর লাল বলের ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ।
টেস্ট জেতার পর স্বাভাবিকভাবেই দুজনকে নিয়ে উচ্ছ্বসিত রোহিত। ঋষভের কামব্যাক নিয়ে তিনি জানালেন, “পন্থ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল। কিন্তু তার মধ্যেও যেভাবে ও নিজেকে উজাড় করে দিয়েছে, সেটা দেখার মতো। আইপিএল, বিশ্বকাপে ভালো খেলেছে। তবে টেস্ট খেলতে ও বেশি ভালোবাসে। আমরা সবসময় জানি ব্যাট হাতে ও কী করতে পারে। আমাদের লক্ষ্য ছিল ওকে খেলার বেশি সময় দেওয়া। দলীপের পর এখানেও সেটা পন্থ পেয়েছে।”
চেন্নাইয়ে ঘরের মাঠে ম্যাচের সেরা হলেন অশ্বিন। শেষ যেবার চেন্নাইয়ে টেস্ট খেলতে নেমেছিলেন, সেবারও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। হয়েছিলেন ম্যাচের সেরাও। এতদিন ধরে অশ্বিন যেভাবে খেলে চলেছেন, তাতে রোহিত একপ্রকার ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করলেন অশ্বিনের কাছে। ভারত অধিনায়ক বলছেন, “লাল মাটির পিচে ধৈর্য্য ধরা উচিত। আমরা বড় রান করা এবং উইকেট নেওয়া, দুটোর ক্ষেত্রেই সেটা করতে চেয়েছি। বছরের পর বছর ধরে অশ্বিন আমাদের জন্য সেরাটা দিয়েছে। আমি জানি না, ও দলের জন্য যা করেছে, সেটা বলে বোঝাতে পারব কিনা। ওকে মুহূর্তের জন্যও ম্যাচের পরিস্থিতি থেকে বাদ দেওয়া যাবে না। আইপিএলে খেলেছে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে মজা করেছে। ওখানে তো ও সামনের দিকে ব্যাট করেছে। সেটাই কাজে লেগেছে।”
অশ্বিন অবশ্য ম্যাচের সেরা হওয়া নিয়ে ভাবছেন না। সবাই মিলে একসঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে জয় এসেছে, এটাই তাঁর কাছে আসল। অশ্বিন বলেন, “কত ম্যাচের সেরা হয়েছি, সেসব হিসেব রাখি না। চেন্নাইয়ের মাটিতে খেলাটাই আমার কাছে সেরা অভিজ্ঞতা। লড়াইয়ের সুযোগ ছিল। যেভাবে সতীর্থরা আগেও লড়াই করেছে। হ্যাঁ, ইনিংসটা অবশ্যই স্পেশাল। তবে বোলিংটাই আমার কাছে আসল। একজন বোলারের মতো করেই ভাবি, তবে ব্যাটিং নিয়েও ভাবনাচিন্তা করি। কীভাবে দুটোর মধ্যে ভারসাম্য রাখা যায়, সেই কাজটা এখনও চলছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.