সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট (IND vs BAN)। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছছেন শান্তরা। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের ভারতের মাটিতেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য তৈরি তাঁরা। অন্যদিকে চেন্নাই টেস্টের আগে তৈরি টিম ইন্ডিয়াও। সেখানে নতুন অস্ত্র শান দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা।
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের টেস্ট সিরিজ। টেস্টে এটাই প্রথম পরীক্ষা কোচ গৌতম গম্ভীরের। পরের টেস্ট কানপুরে। তার প্রস্তুতিতে একাধিক চমক রয়েছে ভারতের শিবিরে। রোহিত শর্মার পুল শট বিখ্যাত। কঠিন বলকেও তিনি পুল শটে মাঠের বাইরে ফেলে দিতে পারেন। কিন্তু এবার তিনি শান দিচ্ছেন নতুন অস্ত্রে। সেটা হল রিভার্স সুইপ। যা সাধারণত স্পিন বোলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে দেখা যায়।
সম্প্রতি শ্রীলঙ্কা সফরে স্পিনারদের সামনে হোঁচট খেয়েছেন ভারতীয় ব্যাটাররা। ফলে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না হিটম্যান। এটা যেমন ব্যাটিংয়ের প্রস্তুতি, তেমনই নতুন অস্ত্র নিয়ে তৈরি কোচ গম্ভীরও। শ্রীলঙ্কার মাটিতে রিঙ্কু, সূর্যকুমারদের দিয়ে বল করিয়েছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধেও সেরকম কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, অশ্বিন-জাদেজার পাশাপাশি স্পিন বোলিং নিয়ে তৈরি যশস্বী জয়সওয়ালও। নেটে লেগ স্পিন করতে দেখা যায় তাঁকে।
Rohit Sharma plays a reverse sweep in the nets ahead of the big Test season.!!!
The GOAT of test cricket getting ready @ImRo45 pic.twitter.com/PmJEJWLOVK
— ⁴⁵ (@rushiii_12) September 15, 2024
আগুনে ফর্মে আছেন বিরাট কোহলিও। নেটে বিরাট ছক্কা হাঁকাচ্ছেন কোহলি। চিপক স্টেডিয়ামে তাঁর মারা একটি বল ড্রেসিংরুমের পাশের দেওয়ালে গিয়ে লাগে। এমনকী দেওয়ালে গর্তও হয়ে যায়। সব মিলিয়ে তৈরি টিম ইন্ডিয়া। বাংলাদেশ সিরিজের পর ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি। রোহিত-বিরাটদের প্রস্তুতিতে শুধু বাংলাদেশ নয়, চিন্তায় থাকবে বাকি দুটি দলও।
— Cricket Cricket (@cricket543210) September 16, 2024
Asteroid landed in Chepauk stadium#INDvsBAN #ViratKohli #ViratKohli #Virat pic.twitter.com/IVxALXCWbd
— Jr.VK (@simhadri03) September 15, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.