IND vs BAN: Report says India will play with three spinners while Jasprit Bumrah might be rested
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) আগুনে ফর্মে জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। মাত্র ১৪৯ রানে থেমে গেল টাইগারদের গর্জন। ৫০ রান দিয়ে ৪ উইকেট নিলেন বুম বুম বুমরাহ। সেই সঙ্গে পৌঁছে গেলেন ৪০০ উইকেটের ক্লাবে। দশম ভারতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব গড়লেন তিনি। পেসারদের মধ্যে বুমরাহ আছেন ষষ্ঠ স্থানে।
সাত মাসের বেশি সময় পরে লাল বলের ক্রিকেটে মাঠে নামলেন ভারতীয় বোলিংয়ের সেরা অস্ত্র। মাঝে আইপিএল খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হয়ে উঠেছেন। কিন্তু কে বলবে তিনি এতদিন টেস্ট ক্রিকেট থেকে দূরে? সেই পরিচিত অ্যাকশন, সেই বিষাক্ত ইয়র্কার। আর সেই সঙ্গে মাথা নীচু করে বিপক্ষ ব্যাটারের প্যাভিলিয়নে ফিরে যাওয়া। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে এর সব কটা ছবিই দেখা গেল।
ভারতের ৩৭৬ রানের সামনে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যান শান্তরা। প্রথম ওভারেই বুমরাহ ফিরিয়ে দিলেন বাংলাদেশের ওপেনার শাদমান ইসলামকে। অফ স্ট্যাম্পের বল ছেড়ে দিতেই তাঁর উইকেট ভেঙে গেল। তার পর বুমরাহর বলে স্লিপে খোঁচা দিয়ে ফিরে গেলেন মুশফিকুর রহিম। ক্যাচ দিয়ে ফিরে গেলেন হাসান মাহমুদ। আর সেই উইকেটেই ৪০০ ক্লাবে ঢুকে পড়লেন বুমরাহ। তাস্কিন আহমেদের উইকেটটা তো পরিচিত বুমরাহ। সেই চেনা ইয়র্কারে উড়ে গেল তাস্কিনের উইকেট।
বর্তমানে তাঁর উইকেট সংখ্যা ৪০১। তার মধ্যে টেস্টে ১৬৩টি (ইনিংস ৭০), ওয়ান ডেতে ১৪৯টি (ইনিংস ৮৮) ও টি-টোয়েন্টিতে ৮৯টি (ইনিংস ৬৯) উইকেট পেয়েছেন। সব মিলিয়ে ২২৬ ইনিংসে ৪০০ উইকেটে পৌঁছে গেলেন বুমরাহ। যা ভারতীয়দের মধ্যে ষষ্ঠ দ্রুততম। সামনে একের পর টেস্ট। তার আগে আগুন ঝড়ানো বুমরাহ নিশ্চিন্ত করে দিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের।
A milestone to savour! @Jaspritbumrah93 has picked up his 400th wicket for #TeamIndia.
Hasan Mahmud is caught in the slips and Bangladesh are now 112-8.#INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/HwzUaAMOBt
— BCCI (@BCCI) September 20, 2024
৪০০ উইকেটের ক্লাবে বুমরাহ
আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০+ উইকেট পাওয়া ভারতীয়
অনিল কুম্বলে ৯৫৩
রবিচন্দ্রন অশ্বিন ৭৪৪
হরভজন সিং ৭০৭
কপিল দেব ৬৮৭
জাহির খান ৫৯৭
রবীন্দ্র জাদেজা ৫৭০
জাভাগল শ্রীনাথ ৫৫১
মহম্মদ শামি ৪৪৮
ইশান্ত শর্মা ৪৩৪
জশপ্রীত বুমরাহ ৪০১
বুম বুম বুমরাহ
টেস্ট ১৬৩ (ইনিংস ৭০)
ওয়ান ডে ১৪৯ (ইনিংস ৮৮)
টি-টোয়েন্টি ৮৯ (ইনিংস ৬৯)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.