ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল। জীবনের প্রথম ভারত সফরে এসেই নজরকাড়া পারফরম্যান্স সেই হাসান মাহমুদের। প্রথমবার ভারতের মাটিতে টেস্ট (IND vs BAN) খেলতে নেমেই তুলে নিয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মাদের মতো মহারথীদের উইকেট। তার পর থেকেই চর্চায় উঠে এসেছেন টাইগার ব্রিগেডের তরুণ পেসার।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হাসানের। মাত্র ২০ বছর বয়সে খেলতে নামেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। চার বছর পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে হাসানের টেস্ট অভিষেক। তবে ক্রিকেটমহলের নজরে পড়েন পাকিস্তান সিরিজের পরে। পাকিস্তানে গিয়ে বাবর আজমদের বিরুদ্ধে ২-০ সিরিজ জিতেছে বাংলাদেশ। সেখানে দুরন্ত পারফর্ম করেন হাসান। জীবনের প্রথমবার এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন দ্বিতীয় টেস্টে।
ভারত সফরের আগে মাত্র তিনটি টেস্টে খেলার অভিজ্ঞতা ছিল হাসানের। সেই তিন টেস্টেই অবশ্য ১৪টি উইকেট তুলে নিয়েছেন তরুণ পেসার। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামেন তিনি। চেন্নাইয়ে মেঘলা আকাশ আর স্যাঁতসেতে পরিবেশ পেয়ে ফের দুরন্ত পারফরম্যান্স হাসানের। যদিও ম্যাচের প্রথম বলেই তাঁকে বাউন্ডারি মেরেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মধুর প্রতিশোধ নিয়ে পঞ্চম ওভারে রোহিতকে প্যাভিলিয়নে ফেরান হাসান।
রোহিতের পরেই হাসানের শিকার হন শুভমান গিল। বঙ্গ পেসারের ঝুলিতে গিয়েছে বিরাট কোহলির উইকেটও। নিজের প্রথম স্পেলে তিন হেভিওয়েট তারকার উইকেট তুলে নিয়ে ভারতের টপ অর্ডারকে কার্যত গুঁড়িয়ে দেন তিনি। আগ্রাসী মেজাজে থাকা ঋষভ পন্থের উইকেটও তুলে নেন তরুণ পেসার। দিনের শেষে কি পাঁচ উইকেট পাবেন প্রতিশ্রুতিমান পেসার?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.