Advertisement
Advertisement
IND vs BAN

কানপুরে বাংলাদেশ সমর্থককে আক্রমণের অভিযোগ! পরে নিজেই পালটি খেলেন ‘টাইগার রবি’

হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের ওই সমর্থককে। যদিও পুলিশের বক্তব্য, ডিহাইড্রেশনের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

IND vs BAN: Bangldesh supporter Tiger Robi was allegedly beaten up in Kanpur
Published by: Arpan Das
  • Posted:September 27, 2024 3:15 pm
  • Updated:September 27, 2024 5:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের মাঝেই গ্যালারি থেকে অপ্রীতিকর ঘটনার খবর। অভিযোগ বাংলাদেশের সমর্থক ‘টাইগার রবি’কে আক্রমণ করা হয়েছে। তাঁকে কয়েকজন দর্শক মারধর করেছে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে পুলিশ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরে অবশ্য ওই সমর্থক জানান, তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন। 

কানপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। ইতিমধ্যেই প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। এদিন অবশ্য বৃষ্টির জন্য বার বার খেলা থেমেছে। কিন্তু তার মধ্যেই উত্তাপ গ্যালারিতে। বাংলাদেশের ভক্ত টাইগার রবিকে মারধর করা হয় বলে অভিযোগ। বাঘের মতো সেজে মাঠে উপস্থিত থাকেন এই সমর্থক।

Advertisement

জানা যাচ্ছে, তিনি আচমকাই পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাঁর অভিযোগ পেটে ঘুসি মারা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী তাঁর বক্তব্য, “একদল দর্শক আমাকে সকাল থেকেই খারাপ কথা বলছিল। লাঞ্চের পর আমি নাজমুল শান্ত ও মোমিনুল হকের নাম ধরে চিৎকার শুরু করি। তখন কয়েকজন আমার আশেপাশে ঘুরছিল। আমার বাঘের ম্যাসকট ও পতাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। যখন আমি বাধা দিই, ওরা আমাকে মারধর শুরু করে।”

তবে ওখানে উপস্থিত এক পুলিশের বক্তব্য, ওই সমর্থক ডিহাইড্রেশনের কারণে অজ্ঞান হয়ে যান। কেউ তাঁকে মারধর করেননি। সেই সঙ্গে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়, “উনি পেটে ব্যথা অনুভব করছিলেন। অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তাঁকে বসার জন্য চেয়ার দেওয়া হয়।” পরে নিজের অবস্থান থেকে সম্পূর্ণ পালটি খান রবি। তিনি বলেন, “আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখন অনেকটা ভালো আছি।”

স্টেডিয়ামে উপস্থিত এক পুলিশ তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। ওই সমর্থককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তৃপক্ষ থেকে জানানো হয়, “আমরা জানি না, উনি কারওর দ্বারা আক্রান্ত হয়েছেন কিনা। আমাদের এক কনস্টেবল গ্যালারিতে উপস্থিত ছিলেন ভক্তদের উপর নজর রাখার জন্য। তবে ওই সমর্থকরা কী বলছিলেন তা আমরা বুঝতে পারিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement