সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রান। অস্ট্রেলিয়ার মাটিতে সেরা ওপেনিং পার্টনারশিপ। অজিভূমে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি। একাই একসঙ্গে এতগুলো রেকর্ড গড়ে ফেলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তরুণ তুর্কির ব্যাটিংয়ের সামনে কাঁধ ঝুলে গিয়েছে অজি বোলিং লাইন আপের। ক্রিকেটমহল বলছে, বিরাট কোহলির পর নতুন ‘কিং’ পেয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট।
জীবনে প্রথমবার মাত্র ২২ বছর বয়সে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নামা, তাও পারথের পিচে। পেসারদের দাপটে যেখানে ভয়ে কাঁপেন ব্যাটাররা। প্রথম ইনিংসে পারথের জুজু কাবু করে ফেলেছিল যশস্বীকেও। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। কিন্তু একদিনের মধ্যেই ভুল শুধরে নিলেন ভারতের তরুণ তুর্কি। স্বভাববিরুদ্ধভাবে ৫০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করলেন স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে। তাতেই একগুচ্ছ রেকর্ড গড়ে ফেললেন ভারতের তরুণ ওপেনার। প্রথম ভারতীয় হিসাবে পারথে ১৫০ করলন তিনি।
বর্ডার-গাভাসকর ট্রফি (IND vs AUS) খেলতে নেমে গাভাসকরের নজির ভেঙে দিলেন যশস্বী। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে জীবনের প্রথম অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন। অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টে সর্বোচ্চ ১১৩ রান করার নজির ছিল সুনীল গাভাসকরের দখলে। রবিবার সেই নজিরও ফিকে হয়ে গেল যশস্বীর দাপটে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সেরা ওপেনিং জুটি হিসাবেও নতুন রেকর্ড গড়লেন তিনি। কে এল রাহুলের সঙ্গে জুটিতে তুললেন ২০১ রান। এর আগে অস্ট্রেলিয়ায় ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ ছিল ১৯১ রানের, গাভাসকরের সঙ্গে কৃষ্ণমাচারি শ্রীকান্তের জুটিতে।
যশস্বীর নজির এখানেই শেষ নয়। পারথে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানের ইনিংসও খেলে ফেলেছেন তরুণ তারকা। এর আগে সর্বোচ্চ ১২৭ রান করেছিলেন গাভাসকর। এছাড়াও শচীনের পর দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় হিসাবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করার নজির যশস্বীর দখলে। এক বছরে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল ব্রেন্ডন ম্যাকালামের ঝুলিতে। ২০১৫ সালে সাদা জার্সি পরে ৩৩টি ছক্কা হাঁকিয়েছিলেন কিউয়ি তারকা। ৩৫টি ছয় মেরে সেই নজিরও ভেঙেছেন যশস্বী। পারথ টেস্টে আর কী কী নজির গড়বেন ভারতের তরুণ তুর্কি?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.