Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

IND vs AUS: কবে, কোথায় দেখবেন বাইশ গজে কে এল রাহুল-প্যাট কামিন্সদের লড়াই?

ভারত না অস্ট্রেলিয়া, কে হাসবে শেষ হাসি?

IND vs AUS: When and where to watch 1st ODI live on mobile, TV and laptop

হাইভোল্টেজ সিরিজের জন্য তৈরি দুই দল।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 21, 2023 3:42 pm
  • Updated:September 21, 2023 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে একদিনের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। ঘরের মাঠে কাপ যুদ্ধ খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। শুক্রবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। মোহালির বাইশ গজে আয়োজিত হবে সিরিজের প্রথম একদিনের ম্যাচ। কোথায়, কখন দেখবেন এই হাইভোল্টেজ সিরিজ? জেনে নিন সব আপডেট।

হেড টু হেড

Advertisement

গত ৪৩ বছর ধরে একদিনের প্রতিযোগিতায় সাক্ষাৎ হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার। এখনও পর্যন্ত দুই দল ১৪৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৮২টি ম্যাচ। ভারতের জয় ৫৪টি ম্যাচে। দুই দলের ১০টি ম্যাচ অমীমাংসিত। চলতি বছরে অজি ক্রিকেট টিম ভারত সফরে এসে বর্ডার-গাভাস্কর ট্রফির পর তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলেছিল। মার্চে হওয়া সেই সিরিজের প্রথম ম্যাচ ভারত জিতেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে সমতা ফেরায় অজিরা। এবং শেষমেশ ২-১ ব্যবধানে ওই সিরিজ জিতেছিল প্যাট কামিন্সের দল। এমনকি ২০১৯ সালের বিশ্বকাপেও ভারতের মাটিতে খেলতে এসে বিরাট কোহলির দলকে ৩-২ ব্যবধানে একদিনের সিরিজ হারিয়েছিল অজিরা।

[আরও পড়ুন: কেন একদিনের দলে ব্রাত্য থাকেন অশ্বিন? উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য]

***কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম একদিনের ম্যাচ?

***প্রথম একদিনের ম্যাচটি আয়োজিত ২২ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার।

***কোথায় হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম একদিনের ম্যাচ?

***প্রথম একদিনের ম্যাচ মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।

***ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ কখন শুরু হবে?

***প্রথম একদিনের ম্যাচ শুরু হবে দুপুর ১:৩০মিনিট থেকে। এর আগে ১টার সময় টস হবে।

***কোথায় দেখবেন প্রথম একদিনের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

***প্রথম একদিনের ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপে। এর পাশাপাশি তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচটির লাইভ আপডেট দেখা যাবে সংবাদ প্রতিদিন.ইন-এ।

***কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচের লাইভ টেলিকাস্ট?

***প্রথম একদিনের ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।

[আরও পড়ুন: ‘১৯-এর রোহিত হতে পারবেন শুভমান? তরুণ ওপেনারের উপর ভরসা রাখছেন সুরেশ রায়না]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement