Advertisement
Advertisement
IND vs AUS

IND vs AUS: ‘এক ঢিলে দুই পাখি’, অজিদের টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে পাকিস্তানের কোন রেকর্ড ভাঙল টিম ইন্ডিয়া?

বিশ্বরেকর্ড গড়ল ভারত।

IND vs AUS: Team India breaks record for most wins in T20Is, goes past Pakistan। Sangbad Pratidin

দাপটের সঙ্গে অজিদের হারিয়ে দিয়েছে ভারতীয় দল। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 2, 2023 1:35 pm
  • Updated:December 2, 2023 1:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ‘এক ঢিলে দুই পাখি’ মারা। অস্ট্রেলিয়াকে (Australia) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ২০ রানে হারিয়ে, ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। আপাতত চলতি সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) দল। আর এই সিরিজ জয়ের সঙ্গে এবার বিশ্বরেকর্ড গড়ে ফেলল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড ছিল পাকিস্তানের (Pakistan) ঝুলিতে। এবার চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে পিছিয়ে দিল ভারত।

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত এখনও পর্যন্ত মোট ২১৩টি ম্যাচ খেলেছে। এরমধ্যে ১৩৬টি ম্যাচ জেতার পাশাপাশি ৬৭টি ম্যাচে হারতে হয়েছে। টাই হয়েছে একটি ম্যাচ, অমীমাংসিতভাবে শেষ হয়েছে তিনটি ম্যাচ।

Advertisement

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির খেলা নিয়ে ‘বিরাট’ অনিশ্চয়তা! কিন্তু কেন?]

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে জয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের ১৩৬তম জয়, যা সর্বকালের সর্বাধিক। ভারতের ঠিক পিছনেই রয়েছে পাকিস্তান। ২২৩টি ম্যাচে পাক দল জিতেছে ১৩২টি ম্যাচে। হার ৮১টি ম্যাচে।

ভারত ও পাকিস্তানের পর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ২০০টি ম্যাচ খেলে কিউয়িরা ১০২টি ম্যাচ জিতেছে। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (১৮১টি ম্যাচে ৯৫টি জয়)। দক্ষিণ আফ্রিকাও অস্ট্রেলিয়ার সমসংখ্যক ম্যাচ জিতেছে। তবে অজিদের থেকে ১০টি ম্যাচ কম খেলেছে দক্ষিণ আফ্রিকা।

[আরও পড়ুন: সাদা বলের ক্রিকেটে নেই শামি! বাংলার পেসারের বিশ্বকাপ ভাগ্য ঝুলছে IPL-এর উপর?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement