Advertisement
Advertisement
Suryakumar Yadav

Suryakumar Yadav: কাপ যুদ্ধের আগে ছড়াল সূর্যের উত্তাপ! লাগাতার চার ছক্কায় বধ অজি বোলার, দেখুন ভাইরাল ভিডিও

আগুনে ফর্মে রয়েছেন সূর্য কুমার যাদব।

IND vs AUS: Suryakumar Yadav lights up Indore, hits Cameron Green for 4 sixes on the trot। Sangbad Pratidin

অজিদের বিরুদ্ধে মারমুখী মেজাজে সূর্য কুমার যাদব। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 25, 2023 9:38 am
  • Updated:September 25, 2023 9:38 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের ১৭, ১৯ ও ২২ মার্চ। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে ‘গোল্ডেন ডাক’-এর হ্যাটট্রিক করেছিলেন সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)। টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষে থাকা এহেন ‘স্কাই’-কে নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। ৫০ ওভারের ফরম্যাটে তাঁর মানসিকতাকে বিঁধেছিলেন একাধিক ক্রিকেট পণ্ডিত। এহেন সূর্য বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ঠিক আগে নিজেকে একেবারে বদলে ফেললেন। অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ৪৯ বলে ৫০ রান করেছিলেন। আর এবার দ্বিতীয় ম্যাচে আরও ভয়ংকর রুপ ধারণ করলেন টিম ইন্ডিয়ার (Team India) এই মিডল অর্ডার। মাত্র ৩৭ বলে খেললেন অপরাজিত ৭২ রানের ইনিংস। মারলেন ৬টি চার ও ৬টি ছক্কা।

এমন মারকুটে ইনিংস সূর্য আগেও খেলেছেন। বোলারদের পিটিয়ে ছাতু করে দেওয়া তাঁর কাছে জলভাতের মতো। তবে এবার যা করলেন সেটা অনেক বছর মনে রাখবেন ক্যামেরুন গ্রিন (Cameron Green)। ৪৪ ওভারের প্রথম চার বলে চারটি ছক্কা মেরে সবাইকে চমকে দিয়েছেন। ছড়িয়েছেন বাইশ গজে উত্তাপ। সেই ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।

Advertisement

[আরও পড়ুন: বিশ্ব রেকর্ড ভারতীয় দলের, শুটিংয়ের হাত ধরে এশিয়াডে এল প্রথম সোনা!]

 

কাকতালীয় ভাবে ক্যামেরুন গ্রিন আবার সূর্যের মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ। তবুও তাঁকে রেয়াত করেননি তিনি। সেই ওভারের প্রথম বল ছিল লেগ স্টাম্পের একটু বাইরে। সূর্য সেই বলকে ফাইন লেগের উপর দিয়ে গ্যালারিতে ফেলে দেয়। দ্বিতীয় বলও চলে যায় সেই ফাইন লেগের উপর দিয়েই। ছক্কার ইঙ্গিত দেন আম্পায়ার। এর পরের বলে ফের ছক্কা মারেন সূর্য। সেই বলকে এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা মেরে দেন। এরপর শেষ বলকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে দেন তিনি।

২০২০ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেকের পর থেকে দারুণ ছন্দে রয়েছেন সূর্য। ৫৩টি ম্যাচে তাঁর রান ১৮৪১। গড় ৪৬.০২। স্ট্রাইক রেট ১৭২.৭০। সঙ্গে রয়েছে ৩টি শতরান ও ১৫টি অর্ধ শতরান। তবে ৫০ ওভারের ফরম্যাটে এখনও তেমন উত্তাপ ছড়াতে পারেননি এই মুম্বইকর। ২৯টি ম্যাচে তাঁর রান মাত্র ৬৫৯। গড় ২৮.৬৫। স্ট্রাইক রেট ১০৫.৬০। ঝুলিতে মাত্র চারটি অর্ধ শতরান। এরমধ্যে শেষ দুটি অর্ধ শতরান এল পরপর দুই ম্যাচে। এহেন মারকুটে সূর্য কি কাপ যুদ্ধে নিজের নামের প্রতি সুবিচার করতে পারবেন? সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

[আরও পড়ুন: শ্রেয়স-শুভমানের জোড়া শতরানের পর অশ্বিন ম্যাজিক, কাপ যুদ্ধের আগে অজিদের হারিয়ে ভারতের সিরিজ জয়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement