সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে ২৪ বছর পর চুনকামের লজ্জা। স্পিন খেলতে চূড়ান্ত ব্যর্থতা। টপ অর্ডার একেবারেই ছন্দে নেই। অথচ সামনে বর্ডার গাভাসকর ট্রফি। সেখানে নামার আগে প্রস্তুতি ম্যাচও খেলবেন না রোহিতরা। যা নিয়ে চিন্তায় সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ (IND vs AUS)। গত দুবার অজিভূম থেকে জয় ছিনিয়ে ফিরেছিল ভারত। এবার হ্যাটট্রিকের আশায় দেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত-বিরাটদের ফর্ম চিন্তা বাড়াচ্ছে। এর মধ্যে ওখানে একমাত্র ওয়ার্ম ম্যাচ বাতিল করা হয়েছে। যে ম্যাচটি খেলার কথা ছিল ভারত এ দলের সঙ্গে।
সেই সিদ্ধান্তে অখুশি গাভাসকর। তাঁর বক্তব্য, “আমি সত্যিই বিশ্বাস করি একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলা উচিত ছিল। এমনকী টেস্ট ম্যাচগুলোর মধ্যেও ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারত। শুধু সিনিয়র প্লেয়ারদের জন্য নয়। অনেক জুনিয়রও অস্ট্রেলিয়ায় আগে খেলেনি। যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেল এরা একেবারেই তরুণ। অস্ট্রেলিয়া এ কিংবা কুইনসল্যান্ডের মতো দলের বিরুদ্ধে হলেও চলত। অস্ট্রেলিয়ার পিচ কীরকম হয়, ওখানে বাউন্স কীরকম থাকে, সেগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জুনিয়রদের একটা সুযোগ দিতে হত।”
ইতিমধ্যেই বর্ডার গাভাসকর ট্রফির দলঘোষণা করা হয়েছে। ভারত এ সেখানে প্রস্তুতি ম্যাচ খেলছে। রোহিত-বিরাটদের একটি ম্যাচ খেলার কথা থাকলেও পরে ঠিক হয় জোর দেওয়া হবে নেটের অনুশীলনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের পর কি সেই সিদ্ধান্ত বদলাবে? এই দলে থাকা ধ্রুব জুরেল ও কেএল রাহুলকে অবশ্য আগেই অস্ট্রেলিয়ার পাঠানোর কথা জানা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.