Advertisement
Advertisement
Shubman Gill Sahrdul Thakur

ICC ODI World Cup 2023: সামনেই বিশ্বকাপ, শুভমান-শার্দূলকে বিশ্রাম দিল টিম ম্যানেজমেন্ট

বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর টিম ইন্ডিয়া।

IND vs AUS: Shubman Gill and Shardul Thakur rested from third ODI। Sangbad Pratidin

বিশ্রামে গেলেন শুভমান গিল ও শার্দুল ঠাকুর।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 25, 2023 1:32 pm
  • Updated:September 25, 2023 1:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) । ২০১১ সালের পর এবার ঘরের মাঠে টিম ইন্ডিয়া (Team India) কি বিশ্বজয়ী হতে পারবে? সেটা সময় বলবে। তবে কাপ যুদ্ধের জন্য নির্বাচিত ক্রিকেটারদের বিশ্রাম দিতে সুযোগ হাতছাড়া করছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আর তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের শেষ ম্যাচে শুভমান গিল (Shubman Gill) ও শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) বিশ্রাম দেওয়া হল।

আগামী ২৭ সেপ্টেম্বর নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ভারত ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এমন একটা ম্যাচে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)-কুলদীপ যাদবের (Kuledeep Yadav) মতো তারকারা। আর তাই শুভমান ও শার্দূলকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ফলে দুই ক্রিকেটার রাজকোটে যাচ্ছেন না। বরং অজিদের বিরুদ্ধে আগামী ৮ অক্টোবর কাপ যুদ্ধের অভিযান শুরু করার আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য গুয়াহাটিতে যোগ দেবেন।

Advertisement

[আরও পড়ুন: শেষ ODI-তে নেই অক্ষর, কাপ যুদ্ধে ফর্মে থাকা অশ্বিনের খেলার সুযোগ বাড়ছে]

শুভমানকে ‘নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ক্রিকেট’ বলা হচ্ছে। আর কয়েক দিন পরেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ। ২০১১ সালের পর ফের ঘরের মাঠে বিশ্বকাপ জিততে হলে এহেন ফর্মে থাকা শুভমানকে ধারাবাহিক ভাবে রান করতেই হবে। শুভমানও আগ্রাসী মেজাজেই রান করার জন্য মুখিয়ে আছেন। বলছেন, “আমি জানি আমার শক্তি কতটা। ডিফেন্সের পাশাপাশি আমি দরকারে আগ্রাসী মেজাজে ব্যাট করতে পারি। তাই বিশ্বকাপে দলের প্রয়োজন অনুসারে ব্যাট করতে চাই। সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে।”

চলতি বছরটা শুভমানের দারুণ কাটছে। ভারতের তরুণ ওপেনার ইতিমধ্যেই চলতি বছর ২০টি একদিনের ম্যাচে ১২৩০ রান করে ফেলেছেন। গড় ৭২.৩৫। স্ট্রাইক রেট ১০৫.০৩। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৫টি অর্ধ শতরান। এদিকে একদিনের কেরিয়ারে ৩৫টি ম্যাচে তাঁর রান ১৯১৭। গড় ৬৬.১০। স্ট্রাইক রেট ১০২.৮৪। সঙ্গে রয়েছে ৬টি শতরান ও ৯টি অর্ধ শতরান। সর্বাধিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৮ রান। এহেন শুভমানের উপর কাপ যুদ্ধে টিম ম্যানেজমেন্ট ভরসা করে থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন: যে কোনও পজিশনে ব্যাট করতে রাজি, স্পষ্ট জানিয়ে দিলেন শতরানকারী শ্রেয়স]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement