Advertisement
Advertisement
IND vs AUS

IND vs AUS: অন্যের ভুলে কোন লজ্জার রেকর্ড গড়লেন ঋতুরাজ? তালিকায় আর কতজন?

কোন নিয়মে আউট হয়েছিলেন ঋতুরাজ?

IND vs AUS: Ruturaj Gaikwad becomes 3rd Team India batter to get out for a diamond duck in T20Is। Sangbad Pratidin

হতাশ হয়ে মাঠ ছেড়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 24, 2023 3:37 pm
  • Updated:November 24, 2023 9:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপাল মন্দ। সেটা অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) আউট হওয়ার ধরন দেখেই বোঝা গেল। টিম ইন্ডিয়ার (Team India) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে রুতুরাজ হলেন তৃতীয় ব্যাটার, যিনি ‘ডায়মন্ড ডাক’ করলেন। তাঁর আগে এই ফরম্যাটে জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও অমিত মিশ্রা (Amit Mishra) ‘ডায়মন্ড ডাক’ করে সাজঘরে ফিরেছিলেন।

যশস্বী জসওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ঋতুরাজ। প্রথম ওভারের পঞ্চম বলের ঘটনা। মুম্বইকর যশস্বীর ভুলে রান আউট হয়ে ফিরে যেতে বাধ্য হন ঋতুরাজ। তাও আবার কোনও বল না খেলেই! ন্যাথান অ্যালিস এক্সট্রা কভার থেকে ডিরেক্ট থ্রো করলে, স্টাম্প ভেঙে দেন ম্যাথু ওয়েড। ফলে খালি হাতে মাঠ ছাড়তে বাধ্য হন ঋতুরাজ। এর আগে আরও দুজন ভারতীয় এভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে আউট হয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় টেলিভিশনের ইতিহাসে রেকর্ড! কাপযুদ্ধের ফাইনালের সাক্ষী ৩০ কোটি দর্শক]

২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘ডায়মন্ড ডাক’ করে আউট হয়েছিলেন বুমরাহ। এর পর ২০১৭ সালের ২৯ জানুয়ারি ঠিক একইভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে এভাবে আউট হয়েছিলেন অমিত মিশ্র।

তবে সব ফরম্যাট মিলিয়ে ‘ডায়মন্ড ডাক’-এ আউট হওয়ার তালিকায় ভারতের মোট ২১জন ক্রিকেটার রয়েছেন। এই তালিকায় রয়েছে প্রয়াত বিষাণ সিং বেদী, রজার বিনি, অংশুমান গায়কোয়াড়, চেতন শর্মা, ভেঙ্কটপতি রাজু, জভাগল শ্রীনাথ, রাজেশ চৌহান, নভজ্যোত সিং সিধু, এমএসকে প্রসাদ, হরভজন সিং, রাহুল দ্রাবিড়, জাহির খান, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদবদের মতো ক্রিকেটারদের নাম।

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত-বিরাটকে খেলানোর দাবি জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মহাতারকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement