Advertisement
Advertisement

Breaking News

Ravichandran Ashwin

IND vs AUS: অশ্বিন নয়, সুন্দরের দিকেই ভোট দিলেন হরভজন! কিন্তু কেন?

শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলবেন অশ্বিন?

IND vs AUS: Not Ravichandran Ashwin, Washington Sundar might get preference in the playing XI, Harbhajan Singh explains। Sangbad Pratidin

অশ্বিনের বদলে সুন্দরকেই দেখতে চেয়েছিলেন হরভজন সিং।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 22, 2023 2:35 pm
  • Updated:September 22, 2023 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) শুরু হওয়ার আগে ভারতের শেষ পরীক্ষার পালা শুরু হয়ে গেল। তবে মোহালির বাইশ গজে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে অস্ট্রেলিয়ার (Australia) লড়াই চলার মধ্যেই শুরু হয়ে গেল নতুন বিতর্ক। ২৩ বছরের ওয়াসিংটন সুন্দরকে (Washington Sundar) সাজঘরে বসিয়ে কেন ৩৭ বছরের রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) সুযোগ দেওয়া হবে? শুধু অভিজ্ঞতার উপর ভর করে কেন অশ্বিন প্রাধান্য পাবেন? প্রশ্ন তুলে দিলেন হরভজন সিং (Harbhajan Singh)। ভাজ্জির দাবি শুধু কাপ যুদ্ধ নয়, ভবিষ্যতের দিকে তাকিয়েও তরুণ অলরাউন্ডারকে সুযোগ দেওয়া উচিত ছিল।

ভারতের প্রাক্তন অফ স্পিনার বলেন, “এই মুহূর্তে ভারতের ব্যাটিং লাইনআপের যা অবস্থা তাতে অশ্বিন কিংবা সুন্দর যেই খেলুক, তাকে আট নম্বরেই ব্যাট করতে হবে। আমার মতে সুন্দরের সুযোগ পাওয়া উচিত ছিল। কারণ এশিয়া কাপের ফাইনালের আগে অক্ষর প্যাটেল চোট পাওয়ার পর সুন্দরকে ডেকে পাঠিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাহলে বিশ্বকাপের আগে কেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সুন্দরকে দেখে নেওয়া হবে না? ছেলেটা তো পারফর্ম করার সুযোগই পেল না!”

Advertisement

[আরও পড়ুন: নজরে বিশ্বকাপ, ১৮ মাস পরে ওয়ানডের প্রথম একাদশে ফিরলেন অশ্বিন]

এখানেই থেমে না থেকে ভাজ্জি ফের যোগ করেন, “সুন্দরকে সমর্থন করছি বলে অশ্বিনের বিরুদ্ধে মুখ খুলছি, এমনটা কিন্তু নয়। অশ্বিন কত বড় স্পিনার সেটা সবাই জানে। সব ফরম্যাটে ব্যাটার হিসেবেও বিগত কয়েক বছরে ও নিজেকে প্রমাণিত করেছে। তবে ফিল্ডিংয়ের দিক থেকে সুন্দর কিন্তু অশ্বিনের থেকে অনেক এগিয়ে রয়েছে। টিম ম্যানেজমেন্টের সেটাও মাথায় রাখা উচিত ছিল।”

 

১১৩টি একদিনের ম্যাচে ১৫১টি উইকেট নেওয়া অশ্বিনের অভিজ্ঞতা সম্পর্কে কারও সন্দেহ নেই। তবে এটাও ঠিক যে ২০১৭ থেকে ২০২২, গত পাঁচ বছরের ব্যবধানে মাত্র দুটি একদিনের ম্যাচ খেলেছিলেন অশ্বিন। যদিও অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ রাহুল দ্রাবিড় মনে করেন অশ্বিনের অভিজ্ঞতা ভারতকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারে। বিশ্বকাপের প্রাথমিক দলে না থাকলেও, অক্ষর চোট পেতেই টিম ম্যানেজমেন্ট মনে করছে যে যে ভেন্যুগুলোতে ভারত কাপ যুদ্ধে খেলবে, সেই পিচগুলো অশ্বিন হাতের তালুর মতো চেনেন। আর তাই অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজে তিনি নামলেন।

[আরও পড়ুন: ‘আগেই তৈরি থাকতে বলেছিল টিম ম্যানেজমেন্ট’, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে জানালেন অশ্বিন]

এদিকে কয়েক দিন আগে নিজের ইউ টিউব চ্যানেলে অশ্বিন স্পষ্ট ভাবে জানিয়েছিলেন, দল ডাকলেই তিনি বিশ্বকাপ অভিযানে নেমে যাবেন। তাই ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুত করছিলেন। সেই ছবি আবার টুইটারেও পোস্ট করেছিলেন অভিজ্ঞ স্পিনার। শেষ পর্যন্ত যদি অক্ষর বিশ্বকাপ থেকে ছিটকে যান, তাহলে অশ্বিন ও সুন্দরের মধ্যে কে সুযোগ পাবেন? রোহিত ও রাহুল দ্রাবিড় জুটি অভিজ্ঞতা নাকি তারুণ্যকে মূল্য দেবেন? ২৮ সেপ্টেম্বরের মধ্যে ১৫ জনের দলে বদল আনা যাবে। এখন কে শেষ মুহূর্তে বাজিমাত করবেন সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement