ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে সিরিজ, টি–20’র পর এবার টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার (Australia) মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। অ্যাডিলেডে দিনরাতের টেস্ট দিয়েই শুরু হচ্ছে চার ম্যাচের সিরিজ। আর ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই বর্ডার–গাভাসকার ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচের প্রথম একাদশ ঘোষণা করে দিল ভারতীয় বোর্ড। আর সেটা নিয়েই এবার উঠল একাধিক প্রশ্ন।
স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) অন্তঃসত্ত্বা। তাই এই ম্যাচটিতে অধিনায়কত্ব করেই দেশে ফিরবেন বিরাট কোহলি (Virat Kohli)। এই সিদ্ধান্ত নিয়েই ইতিমধ্যে পক্ষে–বিপক্ষে আলোচনা হয়েছে। কিন্তু বুধবার BCCI-এর ঘোষিত প্রথম একাদশ দেখে অন্য কারণেই অনেকে ভ্রু কুঁচকেছেন। আর সেটা হল রানের মধ্যে থাকা কেএল রাহুল (KL Rahul), শুভমন গিল প্রথম দলে জায়গা না পেলেও, অফ ফর্মে থাকা পৃথ্বী শ’ সুযোগ পেয়েছেন। যদিও এর আগে প্রেস কনফারেন্সে পৃথ্বীর প্রশংসাই শোনা গিয়েছিল ভারত অধিনায়ক বিরাট কোহলির গলায়। ভারত অধিনায়ক বলেন, ‘‘পৃথ্বী আন্তর্জাতিক টেস্ট লেভেলে দুরন্ত পারফর্ম করেছে। প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলবে ও। পৃথ্বীর এই অগ্রগতি দেখলে সত্যিই ভাল লাগে।’’
UPDATE🚨: Here’s #TeamIndia’s playing XI for the first Border-Gavaskar Test against Australia starting tomorrow in Adelaide. #AUSvIND pic.twitter.com/WbVRWrhqwi
— BCCI (@BCCI) December 16, 2020
কিন্তু দল ঘোষণার পরই ক্রীড়া বিশেষজ্ঞদের প্রশ্ন, রানের মধ্যে রয়েছেন শুভমন গিল এবং কেএল রাহুল। অন্যদিকে, বারেবারেই পৃথ্বীর ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়া এ’র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও তেমনভাবে রান আসেনি তাঁর ব্যাট থেকে। এমনকী পৃথ্বীর সমালোচনা শোনা গিয়েছে, সুনীল গাভাসকার এবং অ্যালান বর্ডারেদের মুখেও। তাও পৃথ্বীই প্রথম একাদশে সুযোগ পেলেন?
এখানেই শেষ নয়, ভারতীয় দল ৬ ব্যাটসম্যান এবং চার বোলারে প্রথম টেস্টে মাঠে নামছে। ছয় ব্যাটসম্যানের পাশাপাশি ঋষভের জায়গায় উইকেট–কিপার হিসেবে খেলবেন বাংলার ঋদ্ধিমান সাহা। চার বোলারের মধ্যে রয়েছেন, অশ্বিন, উমেশ, শামি এবং বুমরাহ। কিন্তু কেউ কেউ মনে করছেন, পিংক বলের কথা ভেবে চার পেসারেই খেলতে পারতেন বিরাটরা। স্পিন বোলিংয়ের প্রয়োজন হলে কিছু অভার হনুমা বিহারীকে দিয়ে করানো যেত।
ভারতের ঘোষিত প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্ক রাহান, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.