ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে শুরু বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট (IND vs AUS 2nd Test)। তার আগে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পিচ তৈরি করছেন অ্যাডিলেডের কিউরেটর দামিয়ান হু। তবে সোমবার প্রকাশ্যে এল অ্যাডিলেডের ২২ গজের ছবি। সেখানে দেখা যাচ্ছে ঘাসে ঢাকা সবুজ পিচের পাশাপাশি খানিকটা পাটা পিচের বিকল্পও খোলা রাখছে অজিরা। শেষ পর্যন্ত কেমন পিচে খেলা হবে অ্যাডিলেড টেস্ট, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
দিনরাতের টেস্টে কখনও হারেনি অস্ট্রেলিয়া। অন্যদিকে, চার বছর আগে অজি সফরে গিয়ে দিনরাতের টেস্টে ধরাশায়ী হয়েছিল ভারত। মাত্র ৩৬ রানে অলআউটের লজ্জা মাথায় নিয়ে ছাড়তে হয়েছিল অ্যাডিলেড। এবার বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতেই পারথ টেস্টে জিতেছে ভারত। অ্যাডিলেডে জিতে কি গতবারের শাপমোচন করতে পারবেন রোহিতরা? নাকি গোলাপি বলের খেলায় আবারও অজিদের কাছে আত্মসমর্পণ করতে হবে ভারতকে? যাবতীয় প্রশ্নের অনেক উত্তরই লুকিয়ে রয়েছে অ্যাডিলেড ওভালের পিচে।
রবিবার দেখা গিয়েছিল, বোলিং সহায়ক কঠিন পিচ বানানোর জন্য হাইড্রাগ্লাইড রোলার ব্যবহার করছেন কিউরেটর। আড়াআড়িভাবে রোলার চালানো হয়েছে, যাতে কোনওভাবেই পিচ না ভাঙে। অর্থাৎ ভারতীয় স্পিনাররা যেন বিপাকে ফেলতে না পারে অজিদের। উল্লেখ্য, অন্য জায়গা থেকে তুলে নিয়ে আসা পিচেই কারিকুরি করেছেন অ্যাডিলেডের কিউরেটর। যদিও মিডিয়াকে পিচ থেকে দূরে রাখতে চেষ্টা করছে অ্যাডিলেডের ম্যানেজমেন্ট।
এহেন পরিস্থিতিতে সোমবার প্রকাশ্যে এসেছে অ্যাডিলেড পিচের ছবি। দেখা যাচ্ছে, ঘাস ছেঁটে ফেলে পিচে আড়াআড়িভাবে রোলার চালানো হচ্ছে। অর্থাৎ খানিকটা ব্যাটিং সহায়ক পিচ। কিন্তু বিভিন্ন পরিমাণ ঘাসে ঢাকা পিচও তৈরি রাখছে অ্যাডিলেড। উল্লেখ্য, তারকা পেসার জশ হ্যাজেলউডকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টে নামতে হবে অস্ট্রেলিয়াকে। তাহলে কি দিনরাতের টেস্টে গতিময় পিচ চাইছেন না প্যাট কামিন্সরা? সবমিলিয়ে পিচ নিয়ে ক্রমেই ধোঁয়াশা বাড়ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.