চোট সারিয়ে ফিরে আসার পর থেকে ফর্মের তুঙ্গে রয়েছেন কেএল রাহুল। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারিয়ে কামব্যাক করার পর থেকেই দারুণ ফর্মে রয়েছেন কেএল রাহুল (KL Rahul)। শুধু ব্যাটিং নয়, উইকেটকিপার হিসেবেও নজর কেড়েছেন টিম ইন্ডিয়ার (Team India) ইউটিলিটি ক্রিকেটার। যদিও এহেন কেএল রাহুলকে ছাড়াই আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। কিন্তু কেন?
রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ২০ ওভারের ফরম্যাটে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। সঞ্জু স্যামসনকেও (Sanju Samson) সুযোগ দেওয়া হয়েছে। তাহলে কেন বাদের তালিকায় রইলেন ফর্মে থাকা কেএল রাহুল? উঠে আসছে তিনটি গুরুত্বপূর্ণ কারণ। সেই তিনটি কারণ সংবাদ প্রতিদিন.ইন-এর পাঠকদের জন্য তুলে ধরা হল…
১) সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে হাই ভোল্টেজ সিরিজ। চলবে ১১ মার্চ পর্যন্ত। ‘মানসিক অবসাদ’-এ চলে যাওয়া ঈশান কিষাণ (Ishan Kishan) এবারও দলে না ফিরলে গ্লাভস হাতে উইকেটের পিছনে কেএল রাহুলের দাঁড়ানোর সম্ভাবনা প্রবল। কোনা শ্রীকর ভারত লাল বলের ফরম্যাটে সুযোগ পেলেও, দারুণ কিপিং করা কেএল রাহুল এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। দক্ষিণ আফ্রিকা সফরেও ভালো কিপিং করেছেন তিনি। তাই অনেকেই মনে করছেন এবার ঘরের মাঠে ঘূর্ণি পিচে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মতো স্পিনারদের গ্লাভস হাতে তিনিই সামলাবেন। তাই নাকি তাঁকে বিশ্রাম দেওয়া হল।
২) অবশ্য দ্বিতীয় কারণ একেবারে ফেলে দেওয়ার নয়। আফগানদের বিরুদ্ধে ১৬ জনের দলে একাধিক ওপেনার ও মিডল অর্ডার ব্যাটার রয়েছেন। কে এল রাহুল এই ফরম্যাটে মিডল অর্ডারে ব্যাট করার অভিজ্ঞতা নেই। অন্যদিকে রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে রয়েছেন যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal) ও শুভমান গিল (Shubman Gill)। এরমধ্যে আবার দলে ফিরেছেন বিরাট। শোনা যাচ্ছে তাই নাকি কেএল রাহুলকে বাদ দেওয়া হয়েছে।
৩) জাতীয় দলে ঋষভ পন্থের (Rishabh Pant) কামব্যাক নিয়ে এখনও কোনও আপডেট দেওয়া হয়নি। এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর রয়েছে আইপিএল। সঙ্গে রয়েছে বিশ্ব টেস্ট ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে সঞ্জু স্যামসনের (Sanju Samson) সঙ্গে জীতেশ শর্মাকেও (Jitesh Sharma) দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এমন খবরই সামনে এসেছে।
গত ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মাঠে ফিরেছিলেন কেএল রাহুল। যা ছিল আক্ষরিক অর্থে রাজকীয় কামব্যাক। এশিয়া কাপের সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে ১১১ রানে অপরাজিত ছিলেন। শুধু তাই নয়। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল অপরাজিত ৫৮ ও ৫২ রান। কাপযুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই অজিদের বিরুদ্ধে ব্যাকফুটে চলে যায় ভারত। তবে বিরাটের সঙ্গে চতুর্থ উইকেটে ১৬৫ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন। ৯৭ রানে অপরাজিত থাকেন কেএল রাহুল। শুধু তাই নয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৬৪ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন, যা বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান। ফলে ১১ ম্যাচে ৪৫২ রান করেছিলেন। একইসঙ্গে কিপার হিসেবে ১৬টি ক্যাচ ধরার পাশাপাশি ১টি স্টাম্প করেন। আর এবার সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ১০১ রান। এহেন ফর্মে থাকা কেএল রাহুল কবে মাঠে ফিরে আসেন সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.