বিরাট কোহলি। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে বিরাট কোহলিও (Virat Kohli) জাতীয় টি-২০ দলে কামব্যাক করেছেন। টিম ইন্ডিয়ার (Team India) দুই মহাতারকা ২০ ওভারের ফরম্যাটে ফিরতেই অনেক ক্রিকেট বিশেষজ্ঞ নেতিবাচক মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। ফলে শুরু হয়েছে নতুন বিতর্ক। যদিও সুরেশ রায়না (Suresh Raina) মনে করেন, ২০০৭ সালের পর ফের একবার টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) জিততে হলে ভারতীয় দলে কিং কোহলি-র সার্ভিস খুব দরকার।
এদিকে ৪৩০ দিন পর জাতীয় টি-২০ দলে ফিরেছিলেন বিরাট। ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলেন। রোহিত আরও একবার খালি হাতে ফিরে বিরাটের সেই ইনিংস ভারতকে ভরসা দেয়। তাঁর মারকুটে ইনিংসকে মনে করিয়ে দিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “বিরাট ছাড়া আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ভাবাই যায় না। কারণ বিরাট দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু প্রশ্ন হল বিরাট কত ব্যাট করবে। রোহিত ওকে তিন নম্বরে ব্যাট করাতে চায়। আর তাই আফগানদের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করেছে।”
১১৬টি টি-২০ ম্যাচের ১০৮টি ইনিংসে তাঁর রান ৪০৩৭। গড় ৫২.৪২। স্ট্রাইক রেট ১৩৮.২০। সর্বোচ্চ আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১২২। সঙ্গে রয়েছে ১টি শতরান ও ৩৭টি অর্ধ শতরান। যদিও রায়না মনে করেন ২০ ওভারের ফরম্যাটে বিরাটের আরও স্ট্রাইকরেট বাড়ানো উচিত।
তিনি ফের যোগ করেন, “আমার মতে এই ফরম্যাটে আরও সাফল্য পেতে হল, বিরাটের স্ট্রাইক রেট বাড়ানো উচিত। আশাকরি বিরাট নিজেও এই ব্যাপারটা নিয়ে ভাবনাচিন্তা করছে। তবে ভারতকে ২০ ওভারের বিশ্বকাপ জিততে হলে শুধু বিরাটের উপর ভরসা করে থাকলে চলবে না। বাকিদেরও এগিয়ে আসতে হবে।”
এদিকে ১৪ মাস পর জাতীয় ২০ ওভারের দলে ফিরেই ১৮১.২৫ স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাট করেছেন বিরাট। সেটা সবাই দেখেছেন। আর তাই রায়না যোগ করেন, “আসন্ন টি-২০ ওভারের বিশ্বকাপে বিরাটকে কেন্দ্র করেই ব্যাটিং অর্ডার সাজানো উচিত। ৫০ ওভারের বিশ্বকাপে বিরাট কেমন পারফর্ম করেছে সেটা আমরা সবাই জানি। ওর সেই অভিজ্ঞতা ও আগ্রাসী মানসিকতাকেই কাজে লাগাতে হবে।”
আগামী ১৭ জানুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে নামবে ভারত। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রোহিতের দল বিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারে কিনা সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.