মোহালির প্রবল থান্ডায় আলোচনায় ব্যস্ত রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। ছবি: X হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের জুন মাসে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। এর আগে শেষ দ্বিপাক্ষিক সিরিজে খেলতে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু প্রতিবেশী দেশের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামার আগে ব্যাপক চিন্তায় রোহিত শর্মা (Rohit Sharma)-রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কারণ, মোহালির মারাত্মক ঠান্ডা। আর তাই শুধু বিপক্ষের বিরুদ্ধে নয়, শুভমান গিল (Shubman Gill)-রিঙ্কু সিংদের (Rinku Singh) আহাওয়ার সঙ্গেও লড়াই করতে হবে।
প্রবল ঠান্ডায় কাঁপছে মোহালি। ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়। তাই মাঠে ঠান্ডায় কাবু হওয়ার সম্ভাবনা আছে ক্রিকেটারদের। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার মোহালির তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সূর্য ডুবলেই হুহু করে তাপমাত্রার পারদ নামতে থাকবে।
Jacket
ON
Warmers ON
GlovesON #TeamIndia have a funny take on their “chilling”
training session in Mohali. #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/rWeodTeDr2
— BCCI (@BCCI) January 11, 2024
আর তাই ক্রিকেটারদের হাতে গ্লাভস ও মাথায় ক্যাপ দেখা গিয়েছিল। শুভমন, অক্ষর প্যাটেল (Axar Patel), অর্শদীপ সিং (Arshdeep Singh) এবং রিঙ্কু-সহ দলের বাকি সব ক্রিকেটাররা মোহালির ঠান্ডাতেই অনুশীলন করতে বাধ্য হলেন। বিসিসিআই নিজেদের X হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, অক্ষর দলের এক সাপোর্ট স্টাফকে তাপমাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। উত্তর পেয়ে অবাক হয়ে যান অলরাউন্ডার। আসলে অক্ষরকে বলা হয়েছিল যে তাপমাত্রা ১২ ডিগ্রি। তবে তাঁর কাছে ৬ ডিগ্রির মতো তাপমাত্রা অনুভূত হয়েছিল। বাঁহাতি পেস বোলার অর্শদীপ সিং মজা করে বলেন, ‘আমার খুব গরম লাগছে, তাই হাফ হাতা পড়ে ঘুরছি। একটু ঠান্ডা হলে ভালো লাগবে।’
নেটে ব্যাট করছিলেন শুভমন। ওপেনার বলেন, ‘এটা আমার জন্য তেমন ঠান্ডা নয় (হেসে)… আসলে খুব ঠান্ডা, আমার মতে তাপমাত্রা ৭ ডিগ্রি হবে, আমার পকেটে হাত আছে।’ এদিকে রনজি ম্যাচ খেলে কেরল থেকে সবেমাত্র মোহালি পৌঁছেছেন রিঙ্কু। তিনি বলেন, ‘খুব ঠান্ডা। আমি সবেমাত্র কেরালায় ঘরোয়া ম্যাচ খেলে ফিরে এসেছি, তাই মে-জুন মাসে সেখানে গরম ছিল। এখানে এসে অবস্থা খুব খারাপ।’
গোটা উত্তর-ভারতই প্রবল ঠান্ডায় কাঁপছে। দিনের বেলার তাপমাত্রাও ১০ ডিগ্রির সামান্য ওপরে থাকছে। আর রাতের বেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যায়। ম্যাচ যত এগোবে ঠান্ডার প্রকোপ আরও বাড়বে। এছাড়াও কুয়াশার দাপট থাকবে। ম্যাচের সময় কুয়াশা কতটা প্রভাব ফেলবে। এমন আবহাওয়ার মধ্যে ভারতীয় দল কেমন পারফর্ম করবে সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.