Advertisement
Advertisement
IND vs AFG

‘বিরাট’ স্পর্শের তাগিদে মাঠে ঢুকলেন ভক্ত, এর পর…

ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।

IND vs AFG: Pitch invader hugs Virat Kohli as 'Kohli, Kohli' chants echo in Indore stadium। Sangbad Pratidin

বিরাটকে প্রণাম করার ছবি এই মুহূর্তে ভাইরাল। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 15, 2024 8:53 am
  • Updated:January 15, 2024 8:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার বিরাট কোহলির (Virat Kohli) জন্য আকুতি দেখা গেল। ম্যাচ চলার সময় ফের মাঠে ঢুকে পড়লেন ভক্ত। ভেন্যু ইন্দোরের হোলকার স্টেডিয়াম। তখন আফগানিস্তানের (Afghanistan) ব্যাটিং চলছে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। ঠিক সেই সময় মাঠে ঢুকে পড়েন এক ক্রিকেট অনুরাগী। সেই মুহূর্ত সোশাল মিডিয়ার সৌজন্যে ভাইরাল হয়ে গিয়েছে।

এমনিতেই দুনিয়া জুড়ে বিরাট ভক্তের সংখ্যা কম নয়। দ্বিতীয় টি-২০ ম্যাচেও সেই দৃশ্য দেখা গিয়েছিল। বিরাট মাঠের যেখানেই ফিল্ডিং করছিলেন, সেই দিকের গ্যালারি থেকে উঠছিল ‘কোহলি’, ‘কোহলি’ স্লোগান। ব্যাপারটা বিরাটও উপভোগ করছিলেন। এর মধ্যে এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েন। বিরাটের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। জড়িয়েও ধরেছিলেন ভারতীয় দলের মহাতারকাকে। যদিও শেষরক্ষা হয়নি। সেই ভক্তকে পরে স্থানীয় তুকোগঞ্জ থানায় তাঁকে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছে স্টেডিয়ামে ঢোকার টিকিট ছিল, কিন্তু তিনি কোনও ভাবে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মাঠের ভিতরে ঢুকে পড়েন।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের মহড়ায় সফল ভারত, এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তান সিরিজ জয় রোহিতদের]

Virat Kohli
মাঠে ঢুকে বিরাটকে জড়িয়ে ধরলেন এক যুবক। ছবি: X হ্যান্ডেল

এদিকে ৪৩০ দিন পর জাতীয় টি-২০ দলে ফিরেছিলেন বিরাট। ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলেন। রোহিত শর্মা আরও একবার খালি হাতে ফিরে বিরাটের সেই ইনিংস ভারতকে ভরসা দেয়। আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৭২ রান করেছিল। ২৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত। যশস্বী জসওয়াল ৩৪ বলে ৬৮ রান করেন। ৩২ বলে ৬৩ রান করেন শিবম দুবে। তাঁদের ইনিংস ভারতকে জয় এনে দেয়। যদিও ম্যাচের সেরা হয়েছেন অক্ষর প্যাটেল। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার।

তবে ভারত সিরিজ জিতলেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার সময় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য থাকে বেসরকারি নিরাপত্তা কর্মীরাও। এর পরেও কীভাবে বারবার মাঠে লোক ঢুকে পড়েন? সেটা এবারও দেখা গেল। যদিও ভারতীয় দলের তরফ থেকে এই ইস্যু নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

[আরও পড়ুন: মালয়েশিয়া ওপেনে রুপো ঘরে তুলে ইতিহাস ভারতীয় জুটি সাত্বিক-চিরাগের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement