দুরন্ত অর্ধ শতরান করে ভারতকে জয় এনে দিলেন শিবম দুবে। ছবি: X হ্যান্ডেল
আফগানিস্তান: ১৫৮/৫ (মহম্মদ নবি ৪২, আজমতুল্লাহ ওমরজাই ২৯, অক্ষর ২/২৩, মুকেশ ২/৩৩)
ভারত: ১৫৯/৪ (শিবম দুবে ৬০*, জীতেশ শর্মা ৩১, রিঙ্কু ১৬* , মুজিব ২/২১)
ভারত ৬ উইকেটে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুন মাসে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। কাপযুদ্ধের আগে এটাই ভারতের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। মার্চে আইপিএল (IPL 2024) হলেও, আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ খুবই কম। আর মাত্র দুটি ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। এমন প্রেক্ষাপটে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৬ উইকেটে জয় পেলেও, রোহিত শর্মা (Rohit Sharma) কিন্তু শুভমান গিলের (Shubman Gill) মানসিকতা দেখে একেবারেই সন্তুষ্ট হবেন না। এটা স্কুলে যাওয়া বাচ্চা ছেলেও জানে। যদিও ধাক্কা কাটিয়ে ভারতের মান বাঁচালেন শিবম দুবে (Shivam Dubey)। ২০ ওভারের ফরম্যাটে তাঁর দ্বিতীয় এবং অপরাজিত অর্ধ শতরান, ভারতকে জয় এনে দিল। শেষদিকে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন জীতেশ শর্মা (Jitesh Sharma) এবং রিঙ্কু সিং (Rinku Singh)।
বিরাট কোহলি (Virat Kohli) এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) চোটের জন্য দলের বাইরে। কিন্তু হোম গাউন্ডে সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ শুভমান। তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই রান আউট হয়ে যান রোহিত। অধিনায়ক মেজাজ গরম করে মাঠ ছাড়লেও, শুভমান আগ্রাসী মেজাজে রান তুলতে শুরু করেছিলেন। কিন্তু দাপট দেখাতে পারলেন না। মুজিব উর রহমানকে অহেতুক স্টেপ আউট করে মারতে গিয়ে নিজের উইকেট ছুড়ে ১২ বলে ২৩ রানে ফিরলেন পাঞ্জাব তনয়। ২৮ রানে ২ উইকেট হারায় ভারত।
তবে চাপের কাছে মাথানত করেননি তিলক বার্মা। এই বাঁহাতি শিবম দুবে-কে নিয়ে একেবারে মারমুখী মেজাজে রান তুলতে শুরু করেন। তবে তিলকের ইনিংস বেশিদূর এগিয়ে যেতে পারেনি। আজমতুল্লাহ ওমরজাইকে মারতে গেলে ডিপ স্কোয়ার লেগে তাঁর দারুণ ক্যাচ ধরেন গুলবাদিন নাইব। ২২ বলে ২৬ রানে ফিরে যান তিলক। ফলে ৭২ রানে ৩ উইকেট হারায় ভারত।
যদিও জীতেশকে নিয়ে রুখে দাঁড়ান শিবম। দুজন চতুর্থ উইকেটে চোখের নিমেষে ৪৫ রান যোগ করেন। এর পর জীতেশ ব্যক্তিগত ৩১ রানে ফিরলেও ম্যাচ জিততে বেগ পেতে হয়নি। কারণ, রিঙ্কু সিং ও শিবম বাকি কাজটা সেরে নেন। ২০১৯ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শিবম ৫৪ রান করেছিলেন। এদিন ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সেরে নিলেন তাঁর দ্বিতীয় অর্ধ শতরান। ৪০ বলে ৬০ রানে অপরাজিত রইলেন বাঁহাতি অলরাউন্ডার। তাঁর ম্যাচ উইনিং ইনিংস ৫টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল। এবং শেষ পর্যন্ত তাঁকে সঙ্গ দিলেন লড়াকু রিঙ্কু। ৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন তিনি।
এদিকে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের দুই ওপেনার সতর্ক শুরু করেছিলেন। পাওয়ার প্লে-তে কোনও উইকেট হারায়নি আফগানিস্তান। তখন মনে করা হয়েছিল যে, শেষ লগ্নে ঝড় তুলবেন আফগানরা। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা রহমানুল্লাহ গুরবাজ ২৩ ও অধিনায়ক ইব্রাহিম জার্দান ২৫ রান করে আউট হন। আজমাতুল্লাহ ওমরজাই ২৯ রান করেন। একমাত্র মহম্মদ নবি ছাড়া আর কোনও আফগান ব্যাটারই ভারতীয় বোলারদের বিব্রত করতে পারেননি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে ৪২ রান করেন নবি। তাঁর মারকুটে ইনিংস ২টি চার ও ৩টি ছক্কা দিয়ে সাজানো ছিল। অক্ষর প্যাটেল ২৩ রানে ২ ও মুকেশ কুমার ৩৩ রানে ২ উইকেট নেন।
মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় শিবিরকে স্বস্তি দেবে বোলারদের পারফরম্যান্স। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা দুই আফগান ওপেনার দাপটের সঙ্গে শুরু করলেও, লাভ হয়নি। অক্ষর ও বাকিদের দুরন্ত বোলিংয়ের জন্য নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রানেই আটকে যায় আফগানিস্তান। যদিও সেই রান তুলে জয়ের মুখ দেখতে ভারতকে খুব একটা বেগ পেতে হল না। আগামী ১৪ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.