Advertisement
Advertisement
IND vs AFG

টি-২০ সিরিজ জয়ের সঙ্গে আফগানদের বিরুদ্ধে কোন বিরল রেকর্ড গড়ার অপেক্ষায় রোহিত?

বিরাটকে অনেক পিছনে ফেলে দিয়েছেন রোহিত।

IND v AFG: For first time in 19 years, Rohit Sharma set to create never before seen record in men's cricket। Sangbad Pratidin

১৫০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বড় রানের খোঁজে রোহিত। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 14, 2024 12:07 pm
  • Updated:January 14, 2024 12:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মানেই রেকর্ডের খেলা। রোহিত শর্মাও (Rohit Sharma) এর ব্যতিক্রম নন। দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন রোহিত। এবার আরও একটি বিরল রেকর্ডে নিজের নাম লেখানোর অপেক্ষায় রয়েছেন হিটম্যান। রবিবার, ১৪ জানুয়ারি আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ১৫০তম টি-২০ ম্যাচ খেলবেন রোহিত।

২০০৭ থেকে ২০২৪, দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে এখনও পর্যন্ত ১৪৯টি টি-২০ ম্যাচ খেলেছেন রোহিত। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টারলিং। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত তাঁর ম্যাচের সংখ্যা ১৩৪। তিন নম্বরেও আয়ারল্যান্ডের আর এক ক্রিকেটার রয়েছেন। ২০১০ থেকে ২০২৩ পর্যন্ত, মোট ১২৮টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন জর্জ ডকরেল। তালিকার চার নম্বরে রয়েছেন শোয়েব মালিক। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের ম্যাচ সংখ্যা ১২৪।

Advertisement

[আরও পড়ুন: রোহিতের থেকে দূরে সরছে মুম্বই! ফ্র্যাঞ্চাইজির কাজ দেখে বিরক্ত নেটিজেনরা]

এদিকে ভারতীয় দলের অধিনায়ক টপকে যেতে পারেন বিরাটের একটি নজির। ৫০টি টি-২০ ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ‘কিং কোহলি’ করেছেন ১৫৭০ রান। রোহিত এখনও পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ৫২টি টি-২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। এই ৫২টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৫২৭ রান। আর ৪৪ রান করলে অধিনায়ক হিসাবে বিরাটের কীর্তি ছাপিয়ে যাবেন রোহিত।

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি ২০ ওভারের ম্যাচ খেলার সুবাদে, ভারতীয়দের মধ্যেও শীর্ষে রয়েছেন রোহিত। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ১১৫টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন ‘কিং কোহলি’। তিন নম্বরে জায়গা করে আছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৬ থেকে ২০১৯ পর্যন্ত বিশ্বকাপ জয়ী অধিনায়কের ম্যাচ সংখ্যা ৯৮। চার নম্বরে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত এই অলরাউন্ডার ৯২টি টি-২০ ম্যাচ খেলেছেন।

দীর্ঘ ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন রোহিত। তাঁর নেতৃত্বে দল জিতলেও, রোহিতকে খালি হাতেই ফিরতে হয়েছিল। শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য রানআউট হয়েছিলেন হিটম্যান। এহেন রোহিত আর কয়েক ঘণ্টা পরেই নতুন রেকর্ডের মালিক হবেন। তবে তাঁর মাথায় ঘুরপাক খাচ্ছে আফগানদের বিরুদ্ধে সিরিজ জয়। কারণ জুন মাসে আয়োজিত হতে চলা টি-২০ ওভারের বিশ্বকাপের আগে এটাই যে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ।

[আরও পড়ুন: হতাশ না গর্বিত? অস্ট্রেলিয়ার কাছে হেরে কী বললেন ইগর স্টিমাচ?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement