Advertisement
Advertisement
Imran Khan

ধ্বংসের পথে পাক ক্রিকেট! বাংলাদেশের কাছে হারতেই ইমরান খানের নিশানায় পিসিবি কর্তারা

বাংলাদেশের কাছে হারের জেরে পাক ক্রিকেটে একেবারে গৃহযুদ্ধের পরিস্থিতি।

Imran Khan's rant on unqualified PCB chief from jail after PAK loss to BAN

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:August 28, 2024 9:35 am
  • Updated:August 29, 2024 1:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান খান (Imran Khan)। একাধারে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক। পাক ক্রিকেটের চরম দুর্দশার দিনে স্বাভাবিকভাবেই সরব তিনি। বাংলাদেশের বিরুদ্ধে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের তুলোধোনা করলেন ইমরান। আপাতত দুর্নীতির দায়ে জেলে তিনি। সেখান থেকেই সোশাল মিডিয়ায় বিঁধলেন পিসিবি (PCB) প্রধান মহসিন নকভিকে। তাঁর অভিযোগ, বোর্ডের বর্তমান কর্তারা দেশের ক্রিকেটকে ধ্বংস করছে।

পাক ক্রিকেট বোর্ডের বর্তমান কর্তা মহসিন নকভি। পিটিআই প্রধান ইমরানের নিশানায় মূলত তিনিই। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় বলছেন, “ক্রিকেট একমাত্র খেলা যা এই দেশের সকলে টেলিভিশনে দেখেন। কিন্তু সেই খেলাটাও এই দেশের অশিক্ষিত ও অকর্মন্য ক্রিকেট বোর্ড নষ্ট করে দিচ্ছে। নিজেদের স্বার্থ মেটাতে ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে ওরা।”

Advertisement

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে অনন্য কীর্তির পুরস্কার, রোনাল্ডোকে বিশেষ সম্মান দেবে উয়েফা]

পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়কের বক্তব্য, পাক ক্রিকেটের সর্বস্তরে শুধু নিজের পছন্দের লোকেদের বসাচ্ছেন নকভি। তাতেই দলের এই দুর্দশা। তিনি বলছেন, “এই প্রথমবার আমরা টি-২০ বিশ্বকাপের নকআউটে উঠতে পারিনি। আর এবার বাংলাদেশের কাছে টেস্টে ১০ উইকেটে হার। এটা পাক ক্রিকেটের নয়া লজ্জা। অথচ আড়াই বছর আগে এই পাকিস্তানই ভারতকে ১০ উইকেটে হারিয়েছে। আড়াই বছরে কী এমন হল যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এই বিপর্যয়ের দায় বোর্ডকে নিতেই হবে।”

[আরও পড়ুন: ‘যতদিন না দোষী প্রমাণিত হয়, ততদিন খেলবে’, কঠিন সময়ে শাকিবের পাশে বাংলাদেশ বোর্ড]

উল্লেখ্য, গত রবিবার ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কাছে টেস্ট হেরেছে পাকিস্তান দল। সেই হারের জেরে পাক ক্রিকেটে একেবারে গৃহযুদ্ধের পরিস্থিতি। ম্যাচ চলাকালীনই প্রকাশ্যে দেখা গিয়েছে অধিনায়ক এবং সহকারী কোচের দ্বন্দ্ব। এসবের আবহে রাজনীতির খেলাও চলেছে। ইমরান খান বোর্ড কর্তাদের তোপ দেগে বোঝাতে চাইছেন বর্তমান সরকার ক্রিকেট বোর্ডকেও সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement