Advertisement
Advertisement
Virat Kohli Eden

ঈশ্বরকে ছুঁয়েছেন ইডেনে, কোহলির ছবি বসছে নন্দনকাননে

৪৯তম সেঞ্চুরির মুহূর্তই দেখা যাবে ইডেনে।

Image of Virat Kohli will be placed at Eden Gardens | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 9, 2023 5:36 pm
  • Updated:November 9, 2023 5:38 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বসছে বিরাট কোহলির (Virat Kohli) ছবি। ক্রিকেটের নন্দনকাননে দেশবিদেশের একাধিক কিংবদন্তির সঙ্গে একাসনে বসবেন ভারতীয় তারকা। জানা গিয়েছে, ইডেনের মূল ফটকের উপরেই বসানো হচ্ছে কিং কোহলির ছবি। গত রবিবার এই মাঠেই ওয়ানডে কেরিয়ারের ৪৯তম সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। সেই ছবিই এবার দেখা যাবে ইডেনের বাইরেও। প্রসঙ্গত, একাধিক স্মরণীয় মুহূর্তের ছবি রয়েছে গোটা ইডেন জুড়ে। 

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেন। নিজের ৩৫তম জন্মদিনেই বিরাটের ব্যাট থেকে আসে ১০১ রানের অপরাজিত ইনিংস। ওয়ানডে ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করে ছুঁয়ে ফেলেন কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের নজির। মাত্র ২৭৭ ইনিংসেই এই কৃতিত্ব অর্জন করেন ভারতের চেজমাস্টার।  

Advertisement

[আরও পড়ুন: ঘরে ও বাইরে বিপর্যস্ত পাক ক্রিকেট, বিশ্বকাপের মধ্যেই ইনজামামের পদত্যাগপত্র গ্রহণ পিসিবি-র]

সেঞ্চুরির পর একেবারে স্বভাববিরোধী সেলিব্রেশন করেন বিরাট। সাধারণত মাঠে আগ্রাসন দেখানো বিরাট ওইদিন শান্তভাবে আকাশের দিকে ব্যাট তুলেই থেমে গিয়েছিলেন। তবে ক্রিকেটপ্রেমীদের মনে অমলিন সেই মুহূর্তের ছবি। কোহলির শান্ত সেলিব্রেশনের ছবিই ইডেনে বসানো হচ্ছে। ছবি বসানোর কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলেই খবর। 

প্রসঙ্গত, ইডেনে একাধিক ঐতিহাসিক মুহূর্তের ছবি রয়েছে। ১৯৮৩ সালে বিশ্বকাপ হাতে কপিল দেব, ২০০১ সালের দ্রাবিড়-লক্ষ্মণের ঐতিহাসিক পার্টনারশিপ থেকে শুরু করে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়-সমস্ত ছবিই রয়েছে ক্রিকেটের নন্দনকাননে। প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবিও ইডেনে জ্বলজ্বল করে। রয়েছে শচীন তেণ্ডুলকর, ঝুলন গোস্বামীর ছবিও। এতদিন ইডেনে চেজমাস্টারের ছবি ছিল না। এবার সেখানে শোভা পাবেন বিরাট কোহলি।

[আরও পড়ুন: চোট এখন অতীত! ঋষভের নেতৃত্বে খেলবে দিল্লি ক্যাপিটালস, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement