রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বসছে বিরাট কোহলির (Virat Kohli) ছবি। ক্রিকেটের নন্দনকাননে দেশবিদেশের একাধিক কিংবদন্তির সঙ্গে একাসনে বসবেন ভারতীয় তারকা। জানা গিয়েছে, ইডেনের মূল ফটকের উপরেই বসানো হচ্ছে কিং কোহলির ছবি। গত রবিবার এই মাঠেই ওয়ানডে কেরিয়ারের ৪৯তম সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। সেই ছবিই এবার দেখা যাবে ইডেনের বাইরেও। প্রসঙ্গত, একাধিক স্মরণীয় মুহূর্তের ছবি রয়েছে গোটা ইডেন জুড়ে।
চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেন। নিজের ৩৫তম জন্মদিনেই বিরাটের ব্যাট থেকে আসে ১০১ রানের অপরাজিত ইনিংস। ওয়ানডে ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করে ছুঁয়ে ফেলেন কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের নজির। মাত্র ২৭৭ ইনিংসেই এই কৃতিত্ব অর্জন করেন ভারতের চেজমাস্টার।
সেঞ্চুরির পর একেবারে স্বভাববিরোধী সেলিব্রেশন করেন বিরাট। সাধারণত মাঠে আগ্রাসন দেখানো বিরাট ওইদিন শান্তভাবে আকাশের দিকে ব্যাট তুলেই থেমে গিয়েছিলেন। তবে ক্রিকেটপ্রেমীদের মনে অমলিন সেই মুহূর্তের ছবি। কোহলির শান্ত সেলিব্রেশনের ছবিই ইডেনে বসানো হচ্ছে। ছবি বসানোর কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলেই খবর।
প্রসঙ্গত, ইডেনে একাধিক ঐতিহাসিক মুহূর্তের ছবি রয়েছে। ১৯৮৩ সালে বিশ্বকাপ হাতে কপিল দেব, ২০০১ সালের দ্রাবিড়-লক্ষ্মণের ঐতিহাসিক পার্টনারশিপ থেকে শুরু করে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়-সমস্ত ছবিই রয়েছে ক্রিকেটের নন্দনকাননে। প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবিও ইডেনে জ্বলজ্বল করে। রয়েছে শচীন তেণ্ডুলকর, ঝুলন গোস্বামীর ছবিও। এতদিন ইডেনে চেজমাস্টারের ছবি ছিল না। এবার সেখানে শোভা পাবেন বিরাট কোহলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.