Advertisement
Advertisement

Breaking News

India-Pakistan match

ভারত-পাক মহারণ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী মহাকুম্ভের আইআইটি বাবার, জানলে চমকে যাবেন!

সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

IIT Baba's prediction about India-Pakistan match, watch video
Published by: Sulaya Singha
  • Posted:February 20, 2025 9:40 pm
  • Updated:February 20, 2025 10:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সমর্থকদের উত্তেজনার পারদ চড়ছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী ২৩ ফেব্রুয়ারি ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সব টিকিট ইতিমধ্যেই নিঃশেষ। আর সেই ম্যাচ নিয়েই এবার ভবিষ্যদ্বাণী করলেন মহাকুম্ভের ভাইরাল আইআইটি বাবা।

Advertisement

এমনিতে ভারত ও পাকিস্তান হাইভোল্টেজ লড়াই নিয়ে আগেভাগে কোনও ধারণা করে ফেলা কঠিন। কারণ দুই দলের কাছে তা শুধু মাঠের লড়াই নয়, সম্মানের, দেশপ্রেমের। তাই নিজেদের উজাড় করে দেন ক্রিকেটাররা। তবে আইআইটি বাবা অভয় সিং বলছেন, এবার বিরাট কোহলিরা যত চেষ্টাই করুন না কেন, বাজিমাত করবে পাকিস্তানই! হ্যাঁ, ঠিকই পড়েছেন। সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ভিডিও। যেখানে ভারত-পাক ম্যাচের ফলাফল কী হতে পারে, তা জানাচ্ছেন অভয় সিং।

এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি বলে দিচ্ছি পাকিস্তানই জিতবে। বিরাট কোহলি আর বাকিরা দারুণভাবে চেষ্টা করলেও জিততে পারবে না!” হাসতে হাসতে কথাগুলো অবলীলায় বলে দিলেন অভয় সিং। এমন ভিডিও দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আইআইটি বাবার এহেন ভবিষ্যদ্বাণী একেবারেই পছন্দ হয়নি তাঁদের। অনেকের দাবি, ওয়ানডে ব়্য়াঙ্কিংয়ে এক নম্বরে ভারত। সেখানে পাকিস্তান তিনে। তার উপর উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়েছেন রিজওয়ানরা। অর্থাৎ আপাতত ধারে ও ভারে এগিয়ে রোহিত শর্মারা। তাই আইআইটি বাবার আত্মবিশ্বাস বিশেষ পছন্দ হচ্ছে না ভারতীয় সমর্থকদের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by UNIBIT Games (@unibit.in)

ভারতীয় সমর্থকরা মনে-প্রাণে চান আবার পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ুক টিম ইন্ডিয়া। এবার দেখার আইআইটি বাবার ভবিষ্যদ্বাণী আদৌ ফলে নাকি, শেষমেশ ট্রোলের মুখেই পড়তে হয় তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub