সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার চেষ্টা সত্ত্বেও পাকিস্তানকে হারাতে পারবে না ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচের আগে এমনটাই দাবি করেছিলেন মহাকুম্ভের ভাইরাল আইআইটি বাবা। কিন্তু বাস্তবে হল ঠিক উলটো। গোটা ম্যাচে দাপট দেখিয়ে পাকিস্তানকে হারাল ভারত। ম্যাচ শেষ হওয়ার পর ট্রোলড হতেই ‘পালটি’ খেয়ে আইআইটি বাবার দাবি, মনে মনে তিনি জানতেন ভারতই জিতবে!
ভারত-পাক ম্যাচ নিয়ে আইআইটি বাবা অভয় সিংয়ের দাবি ছিল, “পাকিস্তানই জিতবে। বিরাট কোহলি আর বাকিরা দারুণভাবে চেষ্টা করলেও জিততে পারবে না!” এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে দিব্যি হাসতে হাসতে একথা বলেছিলেন তিনি। তবে এই ভবিষ্যদ্বাণী মোটেই ভালোভাবে নেননি ভারতীয় সমর্থকরা। তাঁদের যুক্তি ছিল, ওয়ানডে ব়্য়াঙ্কিংয়ে এক নম্বরে ভারত। সেখানে পাকিস্তান তিনে। তার উপর উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়েছেন রিজওয়ানরা। অর্থাৎ ধারে ও ভারে এগিয়ে রোহিত শর্মারা। তাই পাকিস্তান জিতবে ধরে নেওয়াটা অলীক কল্পনা।
ম্যাচ শেষ হতেই ভারতীয় সমর্থকদের কটাক্ষের শিকার হন আইআইটি বাবা। তাঁকে অনেকেই এবার ভবিষ্যদ্বাণী করা থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকি কন্টেন্ট ক্রিয়েটাররা কেউ যেন আইআইটি বাবার সাক্ষাৎকার না নেন, এমনটাই আর্জি নেটিজেনদের। অনেকের মতে, আইআইটি বাবা আসলে ভুয়ো। টিম ইন্ডিয়ার জন্য ‘পনৌতি’ বা অশুভ বলে নিজেকে পরিচয় দেওয়া প্রফুল্ল বিল্লোরও বলেন,’আজ আমি পদত্যাগ করছি। আইআইটি বাবা এই জায়গাটা নিতে পারেন।’
ব্যাপক ট্রোলের মুখে পড়ে অবশ্য ডিগবাজি খেয়েছেন আইআইটি বাবা। এক্স হ্যান্ডেলে সকলের কাছে ক্ষমা চেয়েছেন, পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার ছবিও। সঙ্গে লিখেছেন, ‘আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আসুন সকলে একসঙ্গে মিলে সেলিব্রেট করি, পার্টি করি। আসলে আমি কিন্তু মনে মনে জানতাম যে ভারতই জিতবে।’ তবে ক্ষমা চাইলেও নেটিজেনদের তোপ থেকে রেহাই পাচ্ছেন না আইআইটি বাবা। নেটদুনিয়ার পরামর্শ, ভবিষ্যদ্বাণী না করে বরং লোকচক্ষুর আড়ালে থাকুন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.