Advertisement
Advertisement

Breaking News

Cricket World Cup

ODI World Cup 2023: কামিন্সের রাহুগ্রাসে আশায় জ্যোতিষীরা! আগে ব্যাট করলে কাপ ভারতের, বলছে গণনা

নক্ষত্রের অবস্থানে কামিন্সের চেয়ে অনেক এগিয়ে রোহিত শর্মা।

If you bat first, India will win the World cup, claims astrologers। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 19, 2023 8:54 am
  • Updated:November 19, 2023 8:54 am  

অভিরূপ দাস: জুয়ার দরে কে এগিয়ে, সেটা প্রকাশ্যে জানা কঠিন। কিন্তু গণৎকারদের ময়দানে আজ ভারতেরই পাল্লা ভারী। রবিবার ক্রিকেট বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনালের আগে টিম ইন্ডিয়ার ক‌্যাপ্টেন রোহিত শর্মার হাতেই কাপ দেখছেন সিংহভাগ জ্যোতিষী। যুযুধান দুই দলের ক‌্যাপ্টেনের রাশি-নক্ষত্র বিচার করে গণৎকাররা বলছেন, তুল‌্যমূল‌্য লড়াই তো দূর, বরং নক্ষত্রের অবস্থানে অস্ট্রেলিয়ার ক‌্যাপ্টেন প‌্যাট কামিন্সের চেয়ে অনেকটাই ভালো জায়গায় রোহিত শর্মা (Rohit Sharma)।

হরস্কোপ বলছে, ১৯৮৭ সালের ৩০ এপ্রিলে জন্ম রোহিতের। কৃত্তিকা নক্ষত্রজাত সন্তান রোহিতের লগ্নের মেষরাশিতে একসঙ্গে অবস্থান করছে চন্দ্র আর রবি। একেই রাজযোটক বলছেন জ্যোতিষীদের অনেকে। জ্যোতিষী নিতাই চক্রবর্তীর কথায়, ‘‘সূর্যের আলোর তলায় যে ব‌্যক্তির চন্দ্র আর রবি একসঙ্গে থাকে সে অত‌্যন্ত ক্ষমতাশীল হয়ে ওঠে। রবিবার দিনের আলোয় যতক্ষণ খেলা হবে, তাক লাগিয়ে দেবে ভারত।’’ নিতাই চক্রবর্তীর মতো অনেকেই তাই চাইছেন ভারত যেন টসে জিতে প্রথমে ব‌্যাটিং নেয়। নিতাই চক্রবর্তীর যুক্তি, ‘‘যতক্ষণ দিনের আলো থাকবে জ্বলজ্বল করবে রোহিত শর্মার কপাল। শুরুতে ব‌্যাট করলে রান উঠবে ঝড়ের গতিতে।’’

Advertisement

[আরও পড়ুন: মন্দিরের পাম্প থেকে জলের বদলে বেরচ্ছে দুধ! ব্যাপারটা কী?]

পঞ্জিকা অনুযায়ী রবিবার সূর্যাস্ত ৪টে ৫২তে। এদিকে আমেদাবাদে খেলা শুরু দুপুর দুটোয়। অর্থাৎ প্রথমে ব‌্যাট করলে দিনের আলোয় দীর্ঘক্ষণ সময় পাবে ভারত। গণৎকারদের একাংশ তাই নিশ্চিত, ভারত প্রথমে ব‌্যাটিং করলে হালে পানি পাবে না অস্ট্রেলিয়া। তবে যদি রাতে ব‌্যাটিং করে? সিঁদুরে মেঘ দেখছেন জ্যোতিষীদের একাংশ। গণৎকাররা বলছেন, শতাংশের বিচারে ভারত আর অস্ট্রেলিয়া (Australia) ৮৫-১৫। অস্ট্রেলিয়ারও কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার ক‌্যাপ্টেন প‌্যাট কামিন্সের জন্মবৃত্তান্ত খুঁটিয়ে দেখেছেন জ্যোতিষীরা। ১৯৯৩ সালের ৮ মে সিডনিতে জন্ম ক‌্যাঙারু ক‌্যাপ্টেনের। অনুরাধা নক্ষত্র জাত প‌্যাট কামিন্সের চিন্তা রবির অবস্থান। আতসকাচের তলায় জন্মের চার্ট ফেলে জ্যোতিষীরা জানিয়েছেন, এই মুহূর্তে প‌্যাট কামিন্সের দ্বাদশে রবি। যার অর্থ সম্মানহানি। তবে কি বিশ্বকাপ হেরেই সম্মানহানি হবে প‌্যাটের? তেমন সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন গণৎকারদের একাংশ।

[আরও পড়ুন: ভুয়ো ‘হালাল’ পণ্যের রমরমা উত্তরপ্রদেশে, কড়া পদক্ষেপ যোগী প্রশাসনের]

দুই ক‌্যাপ্টেনের জন্ম-নকশা ঘেঁটে দেখেছেন হস্তরেখাবিশারদ তথা জ্যোতিষী অমিতাভ বন্দ্যোপাধ‌্যায়ও। জানিয়েছেন, লড়াই হবে জমজমাট। তবে কাপ ওঠার সম্ভাবনা বেশি ভারতের হাতেই। কেন এমন মত? অমিতাভ বন্দ্যোপাধ‌্যায়ের বিশ্লেষণ, “এই মুহূর্তে রোহিত শর্মার একাদশে শনি। দ্বাদশে বৃহস্পতি। রবিবার তাঁর সময়টা ভালো যাবে। অন‌্যদিকে প‌্যাট কামিন্সের চিন্তা বাড়িয়েছে শনি আর রাহুর অবস্থান। অস্ট্রেলিয়া অধিনায়কের চতুর্থে শনি আছে। ষষ্ঠীতে রাহু। চুলচেরা বিচারে কিছুটা হলেও এগিয়ে রোহিতের ভাগ‌্যই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement