Advertisement
Advertisement
T-20 World Cup

‘কত টাকা পেলে ভারত ও পাকিস্তানকে আলাদা গ্রুপে রাখবে’, আইসিসি-কে প্রশ্ন

কে এমন প্রশ্ন করল আইসিসিকে?

Iceland Cricket's dig at ICC over India vs Pakistan clash in T20 World Cup । Sangbad Pratidin

রক্তের গতি বাড়িয়ে দেয় ভারত-পাক ম্যাচ। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 6, 2024 4:31 pm
  • Updated:January 6, 2024 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের  ক্রীড়াসূচি (T20 World Cup 2024 Schedule) প্রকাশিত হয়েছে।  সূচি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে এই মেগা ইভেন্টের পারদও যেন চড়তে শুরু করে দিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের বল গড়াবে ৯ জুন। নিউ ইয়র্কে হবে রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ম্যাচ। 
টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশিত হওয়ার পরেই মজার ছলে আইসিসি-কে একপ্রকার কটাক্ষই করেছে আইসল্যান্ড ক্রিকেট। এক্স হ্যান্ডলে টুইট করেছে আইসল্যান্ড ক্রিকেট, ”বিশ্বকাপের একই গ্রুপে ভারত ও পাকিস্তানকে না রাখার জন্য আইসিসি-র কত টাকার প্রয়োজন?”

[আরও পড়ুন: কপিলদেব কা জবাব নেহি! ৬৫-তম জন্মদিনে কিংবদন্তিকে শুভেচ্ছা বোর্ড থেকে আরসিবি-র]

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং আয়ারল্যান্ড। ভারত-পাকিস্তান ম্যাচ সেরা বক্স অফিস। আইসিসি-র কোষাগারে ঢোকে অর্থ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই প্রতিদ্বন্দ্বী দেশের লড়াইয়ের দিনক্ষণ ঘোষিত হওয়ার পর থেকেই প্রাক্তনদের চর্চায় উঠে এসেছে ভারত-পাক লড়াইয়ের প্রসঙ্গ।  একই গ্রুপে দুই প্রতিদ্বন্দ্বী দেশকে রাখা নিয়ে এবার টুইট করল আইসল্যান্ড ক্রিকেট।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১ জুন। ফাইনাল ২৯ জুন। ভারত গ্রুপ পর্বের সবক’টি ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ ৫ জুন। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

[আরও পড়ুন: ওয়ার্নারের বিদায়ী ম্যাচে আবেগী ছবি, প্রিয় ‘শয়তান’কে জড়িয়ে ধরলেন খোয়াজার মা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement