Advertisement
Advertisement

Breaking News

জোড়া সেঞ্চুরির জবাব জোড়া শতরানেই, রেকর্ডের ফুলঝুরির ম্যাচে জয় পাকিস্তানের

কী কী রেকর্ড হল?

ICC World Cup: Pakistan beat Sri lanka in crucial match | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 10, 2023 10:26 pm
  • Updated:October 10, 2023 10:40 pm  

শ্রীলঙ্কা ৩৪৪-৯ (কুশল মেন্ডিস ১২২, সামারবিক্রমে ১০৮)
পাকিস্তান: ৩৪৫-৪ (রিজওয়ান ১৩১*, শফিক ১১৩)
পাকিস্তান  ৬ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি। রেকর্ডের পালটা রেকর্ড। মঙ্গলবার বিশ্বকাপে (Cricket World Cup 2023) এক মহানাটকীয় ম্যাচের সাক্ষী থাকল হায়দরাবাদ। সেই রেকর্ড ভাঙার ম্যাচে শেষ হাসি হাসল পাকিস্তান। শ্রীলঙ্কাকে ৬  উইকেটে হারিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয়টি তুলে নিলে বাবর ব্রিগেড।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের পিচ ছিল ব্যাটারদের জন্য স্বর্গ। সেই ব্যাটিং স্বর্গে প্রত্যাশিতভাবেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটা প্রমাণ করে দেন শ্রীলঙ্কার ব্যাটাররা। প্রথম উইকেট দ্রুত পড়লেও দ্বিতীয় উইকেটের জুটিতে নিশঙ্কা এবং মেন্ডিস ১০২ রানের দারুণ পার্টনারশিপ করলেন। ৫১ রান করে নিশঙ্কা আউট হওয়ার পর হাল ধরলেন সামারবিক্রমে। মেন্ডিস এবং সামারবিক্রমে দুজনেই অনবদ্য সেঞ্চুরি করলেন। মেন্ডিস করলেন ১২২ রান। আর সামারবিক্রমে করলেন ১০৮ রান। দুই ব্যাটারের চওড়া ব্যাটে ভর করে একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা বিশাল স্কোর খাড়া করবে। কিন্তু লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সেই স্কোর শেষ পর্যন্ত দাঁড়ায় ৯ উইকেটে ৩৪৪ রান।

Advertisement

[আরও পড়ুন: ‘বিশ্বকাপে আইসিসি ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে’, বলছেন শেহওয়াগ]

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেট খুইয়ে ১০ বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান (Pakistan)। শুরুটা ভালো না হলেও প্রায় অনায়াসেই ওই বিশাল লক্ষ্যে পৌঁছে যায় পাক দল। সৌজন্যে আবদুল্লা শফিক এবং রিজওয়ানের অনবদ্য শতরান। শফিক করলেন ১১৩ আর রিজওয়ান করলেন অপরাজিত ১৩১ রান। এটিই ওয়ানডেতে রিজওয়ানের (Md Rizwan) সর্বোচ্চ স্কোর। দুই সেঞ্চুরিতে ভর করে বিশ্বকাপে দুই ম্যাচে দুটিতেই জয় নিশ্চিত করল পাক দল।   

[আরও পড়ুন: এশিয়াডে সোনা জেতার পুরস্কার, বিশ্বসেরা হলেন সাত্বিক-চিরাগ]

বিশ্বকাপে এই প্রথম কোনও বিপক্ষের বিরুদ্ধে ৩৪৪ রান দিল পাকিস্তান। আবার পাকিস্তান যে সেই রান তাড়া করে জিতল সেটাও রেকর্ড। পাকিস্তানের তো বটেই সার্বিকভাবে বিশ্বকাপেই এর আগে কোনও দল এত রান তাড়া করে জেতেনি। আবার এদিন একই ম্যাচে দু তরফ থেকে মোট চারটি সেঞ্চুরি হয়েছে। সেটাও একটা রেকর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement