Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup

পাক ম্যাচের পরই ঠিক হয়ে গেল ১৫ সদস্যের বিশ্বকাপের দল, রোহিতের দলে কারা?

এশিয়া কাপের দল থেকে কারা কারা বাদ পড়লেন?

ICC World Cup: India decides 15 member squad
Published by: Subhajit Mandal
  • Posted:September 3, 2023 11:23 am
  • Updated:September 3, 2023 11:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে ভারত-পাক মহারণের পর মাঝপথেই বিশ্বকাপের দল বেছে নিল রোহিতের ভারত। মোটামুটিভাবে এশিয়া কাপের দলই যে বিশ্বকাপে যাবে সেটা একপ্রকার ঠিকই ছিল। তবে সমস্যা ছিল এশিয়া কাপে ভারত সব মিলিয়ে ১৮ জনকে পাঠিয়েছে। সেখানে বিশ্বকাপের দলে সর্বোচ্চ ১৫ জনকে রাখা যায়। তাই এশিয়া কাপের দল থেকে সামান্য কাটছাঁট করতে হয়েছে নির্বাচকদের।

নির্বাচকরা ঠিক করেই রেখেছিলেন এশিয়া কাপে পাক ম্যাচ দেখার পর বিশ্বকাপের দল বাছা হবে। সেই মতো প্রধান নির্বাচক অজিত আগরকরও উড়ে গিয়েছেন শ্রীলঙ্কায়। সূত্রের খবর, শনিবার ভারত-পাক ম্যাচ বাতিল হওয়ার পর রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানেই বেছে নেন ১৫ সদস্যের দল। তবে সেই দল এখনও ঘোষণা করা হয়নি। ঘোষণা করা হতে পারে রবিবার। এটা অবশ্য প্রাথমিক দল। ভারত চাইলে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে বদল আনতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ফের যোগীরাজ্যে ধর্ষণ করে খুন! জাতীয় সড়কে পড়ে বাক্সবন্দি অর্ধদগ্ধ তরুণীর দেহ]

বিশ্বকাপের দলে যথারীতি রোহিত শর্মা অধিনায়ক থাকছেন। হার্দিক পাণ্ডিয়াই থাকছেন সহ-অধিনায়ক। কে এল রাহুল ফিট হয়ে ওঠাই এশিয়া কাপে স্ট্যান্ড বাই হিসাবে থাকা সঞ্জু স্যামসনের বিশ্বকাপে যাওয়া হচ্ছে না। এশিয়া কাপের দল থেকে আর যে দু’জন বাদ গেলেন, তাঁরা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং তরুণ তিলক বর্মা। তিলক এবং সূর্যকুমার যাদবের মধ্যে ছিল মূল লড়াই। তবে অভিজ্ঞতার নিরিখে সূর্যকেই দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। যদিও এখনও দলের সরকারি ঘোষণা হয়নি।

আরও পড়ুন: ডার্বির টিকিটের ব্যাপক কালোবাজারি! ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে গ্রেপ্তার ৪ ব্ল্যাকার]

বিশ্বকাপের ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement